সরকারি চাকরি প্রার্থীদের ডিএম অফিসে গ্রুপ সি পদে চাকরি করার একটি দারুন সুযোগ। অফিস অফ দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ -এর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যার Memo No. 132/SW(KP)MDS/23 এবং বিজ্ঞপ্তি প্রকাশের Date: 14/07/2023 ।
এখানে মূলত দুটি পোস্টে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে একটি হল অ্যাকাউন্টেন্ট পোস্ট আর অপরটি হল ডেটা ম্যানেজার পোস্ট। এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদ সংখ্যা, আবেদনের শেষ তারিখ, পরীক্ষার ধরণ ইত্যাদি বিষয় সম্পর্কিত বিস্তারিত ধারণা।
DM অফিসে গ্রুপ সি পদে চাকরির আবেদন কতদিন চলবে, এবং কতো বয়স পর্যন্ত আবেদন করা যাবে?
আবেদন জমা নেওয়া শুরু হয়ে গেছে। যোগ্য প্রার্থীকে ৪ আগস্ট ২০২৩ এর বিকাল ৫টার মধ্যে তার আবেদন পত্রটি জমা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৭ বছর এর মধ্যে থাকতে হবে। এস সি, এস টি প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছর বয়েসের ছাড় রয়েছে, আর ওবিসিদের ক্ষেত্রে ৩ বছরে ছাড় পাওয়া যাবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
ডেটা ম্যানেজার পোষ্টের জন্য
এখানে আবেদনকারীকে যে কোন শাখায় গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন -এর উপর বেসিক সার্টিফিকেট থাকতে হবে, মিনিটে ৩০টি ওয়ার্ড টাইপ করতে পারতে হবে।
একাউন্টেন্ট পোষ্টের জন্য
এক্ষেত্রে শিক্ষার্থীকে একাউন্টান্সি অনার্স সহ কমার্সে গ্রাজুয়েট হতে হবে, এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে, এম এস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, স্প্রেড সিট এবং টালি জানতে হবে। তিন বছর অন্য কোন জায়গায় কাজের অভিজ্ঞাতা থাকলে চাকরি ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাওয়া যাবে।
একাউন্টেন্ট পোষ্টের জন্য পরীক্ষার ধরণ
একাউন্টেন্ট পোষ্টের জন্য ১ ঘন্টা ৩০ মিনিটের লিখিত পরীক্ষা হবে । যেখানে এরিথ মেটিক থাকবে ২০ নম্বর, ইংলিশ থাকবে ২০ নম্বর, জেনারেল আওয়ারনেস থাকবে ১০ নম্বর, জেনারেল ইন্টেলিজেন্ট থাকবে ১০ নম্বর, এবং অ্যাকাউন্টেন্সি থাকবে ১০ নম্বরের। অর্থাৎ মোট ৭০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
এছাড়া অ্যাকাউন্টেন্স এর জন্য রয়েছে 10 নম্বরের কম্পিউটার টেস্ট। যেখানে কম্পিউটারের বেসিক নলেজ, ট্যালি, এবং মাইক্রোসফট অফিস -এর কাজের দক্ষতার পরীক্ষা হবে। ২০ নম্বরের ইন্টারভিউ হবে। সব মিলে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
🔥আরও পড়ুন »
ডেটা ম্যানেজার পোষ্টের জন্য পরীক্ষার ধরণ
ডেটা ম্যানেজার পোস্টে নিয়োগের ক্ষেত্রে ৬০ নম্বরে লেখা পরীক্ষা হবে। যার সময় থাকবে ১ ঘণ্টা 30 মিনিট। পরীক্ষায় থাকবে বেসিক কম্পিউটার নলেজ -এর উপর ৩০ নম্বর, এরিথমেটিক থাকবে ১০ নম্বর, ইংলিশ থাকবে ১০ নম্বর, জেনারেল আওয়ারস থাকবে ১০ নম্বর, এছাড়া ২০ নম্বরের টাইপিং টেস্ট হবে। যেখানে প্রার্থীকে ৩০ টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে, এছাড়া ২০ নম্বরের ইন্টারভিউ রয়েছে।
আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদনকারীকে তার বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকে এডমিট কার্ড অথবা বার্থ-ডে সার্টিফিকেট দিতে হবে, বাসিন্দা সার্টিফিকেট হিসেবে আবেদনকারীর ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা রেশন কার্ড দিতে হবে। আর একাডেমিক কোয়ালিফিকেশনের ও কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট সঙ্গে দিতে হবে। exempted category এর ক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট। এছাড়া কাস্ট সার্টিফিকেট নিতে হবে। কাজের অভিব্যক্ততা থাকলে তা উল্লেখ করতে হবে।
সঙ্গে দুটি সেলফ অ্যাটেস্টেড এনভেলাপ লাগবে, কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে যেটি ছয় মাসের বেশি পুরনো হলে চলবে না। আবেদন পত্রের সঙ্গে দুটি এক্সট্রা ফটো দিতে হবে।
পরীক্ষা কবে হবে এবং এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আপনাকে এদের অফিসিয়াল ওয়েবসাইট তে যেতে হবে, যেখানে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
ইচ্ছুক প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে যার ফর্ম ও অফিসিয়াল নোটিশটি আমরা নিচে দিয়ে দিলাম। ফলটি ফিলাপ করে মুর্শিদাবাদের নিম্নলিখিত ডিএম অফিসে গিয়ে জমা করে আসতে হবে। এখানে মোট নটি শূন্য পদে নিয়োগ করা হবে।
অফিসিয়াল নোটিশ – দেখুন
আবেদনের ফর্ম – Download করুন