PM Kusum Yojana: কৃষকদের জন্য চালু করা প্রধানমন্ত্রী কুসুম যোজনার কথা আপনারা কি জানেন?

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের উন্নয়নকল্পে নানা ধরনের প্রকল্প চালু করেছে। কেন্দ্রসরকারের কৃষক সম্মান নিধি হোক বা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প, এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প গুলি ভারতের কৃষকদের অনবরত সাহায্য করে চলেছে।

কৃষকদের জন্য এমন অনেক কেন্দ্র সরকারি প্রকল্প রয়েছে, যে প্রকল্পের কথা আমরা কখনো শুনিনি বা সেই প্রকল্প সম্পর্কে আমাদের বিস্তারিত কোন ধারণা নেই। আজ আমরা এমন একটি কেন্দ্র সরকারি প্রকল্প নিয়ে আলোচনা করবো, যে প্রকল্পটি কৃষকদের অতিরিক্ত অর্থ উপার্জনে সাহায্য করতে পারে। প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী কুসুম যোজনা (PM Kusum Yojana)

প্রধানমন্ত্রী কুসুম যোজনা (PM Kusum Yojana) কি?

২০১৯ সালে মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের উন্নতির পাশাপাশি পরিবেশ সুরক্ষার লক্ষ্যে প্রধানমন্ত্রী কুসুম যোজনা (PM Kusum Yojana) চালু করে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সোলার চালিত পাম্প বসানোর জন্য ৬০ শতাংশ সরকারি ভর্তুকি পেয়ে থাকে।

জ্বালানিযুক্ত পাম্প বা বৈদ্যুতিক পাম্প ব্যবহারের ক্ষেত্রে, কৃষকদের পাম্প কেনা থেকে শুরু করে জ্বালানি বা বিদ্যুৎ খরচের জন্য, কৃষকদের অনেক টাকা খরচ করতে হতো। সরকার কৃষকদের অর্থ সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সোলার চালিত পাম্প বসানোর ব্যবস্থা করে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা জ্বালানির খরচ ছাড়ায় সোলার পাম্প ব্যবহার করে সেচের কাজ সম্পন্ন করতে পারে।

🔥আরও পড়ুনঃ-

👉 Flipkart-Amazon-তে আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করতে যাচ্ছেন? জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয়

প্রধানমন্ত্রী কুসুম যোজনার মাধ্যমে কৃষকরা কি সাহায্য পাবে?

কৃষকরা সোলার পাম্প বা নলকূপ বসানোর জন্য ৬০% সরকারি ভর্তুকি পাবে, এছাড়াও ৩০% পর্যন্ত ঋণের সুযোগ রয়েছে। এই প্রকল্পের ১০ শতাংশ খরচ কৃষকদের করতে হবে। প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের আওতায় কৃষকরা সোলার পাম্প বসানো, সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, নলকূপ নির্মাণ, এমনকি কৃষকদের কাছে থাকা পাম্পকে সোলার পাম্পে পরিণত করা, এই প্রকল্পের অন্তর্গত।

প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের মাধ্যমে কৃষকরা প্রধানত দুটি সুবিধা পাবে। প্রথমটি হল এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের বৈদ্যুতিক পাম্প বসাতে পারবে, যে কারণে তাদের জ্বালানি খরচ মোটেই লাগবে না। দ্বিতীয়টি হল এই প্রকল্পের মাধ্যমে চাষীদের জমিতে একটি এনার্জি পাওয়ার গ্রিড তৈরি করা হবে, যেখানে কৃষকরা তাদের অতিরিক্ত বিদ্যুৎ সরকারের বিদ্যুত দপ্তরে বিক্রয় করতে পারবে। অর্থাৎ কৃষকরা এক্সট্রা ইনকামের সুযোগ পাবে।

প্রধানমন্ত্রী কুসুম যোজনার সুবিধা কারা পাবে?

২০১৯ সালে এই প্রকল্পটি চালুর সময় এর লক্ষ্যমাত্রা ৩ কোটি সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এই প্রকল্পের সুবিধা প্রধানত যে সমস্ত এলাকায় জমি খরায় ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্ত এলাকার কৃষকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পের আবেদন অনলাইন এবং অফলাইন দুভাবেই করা সম্ভব। কুসুম যোজনার অফিসিয়াল ওয়েবসাইট mnre.gov.in তে গিয়ে হোমপেজের কুসুম যোজনার ফর্মটি ফিল আপ করে apply বোতামটিতে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করে সাবমিট করলে আবেদন প্রসেসটি কপ্লিড হবে।

Leave a Comment