Flipkart-Amazon-তে আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করতে যাচ্ছেন? জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয়, না হলে সমস্যায় পারবেন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

Flipkart-Amazon এদের মতো ই-কমার্স ওয়েবসাইটগুলি প্রায়শই মোবাইল, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি ইলেকট্রনিক্স ডিভাইসের এক্সচেঞ্জ অফার দিয়ে থাকে তাদের ওয়েবসাইটে। যদি আপনি আপনার মোবাইল ফোন এই সমস্ত ই-কমার্স ওয়েবসাইটে মাধ্যমে এক্সচেঞ্জ করতে চান, এবং নতুন কোনো মোবাইল ফোন কিনতে চান, তাহলে বেশ কিছু বিষয় সম্পর্কে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে পরবর্তীকালে আপনাকে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

Flipkart-Amazon –তে আপনার পুরানো ফোনকে এক্সচেঞ্জ করতে গেলে কোন কথা গুলিকে আপনার মাথায় রাখতে হবে?

Flipkart এবং Amazon এর মতো ই-কমার্স ওয়েবসাইট গুলি প্রায়শই তাদের ক্রেতাদের জন্য বড় বড় অফার নিয়ে আসে। স্মার্টফোন কেনার ক্ষেত্রে মাঝে মাঝে কোম্পানি গুলি বিশাল ডিসকাউন্ট দিয়ে থাকে। এই পরিস্থিতিতে, আমরা অনেকে আমাদের পুরানো ফোনকে ই-কমার্স ওয়েবসাইটে এক্সচেঞ্জ করে নতুন স্মার্টফোন কেনার জন্য পরিকল্পনা করে থাকি। তবে সতর্কতা অবলম্বন করতে হবে তা না হলে অন্য কেউ আপনার পুরানো মোবাইলের ডেটাকে ব্যবহার করে খারাব কাজ করতে পারে।

আমাদের সুবিধার্থে আমরা আমাদের যাবতীয় তথ্য মোবাইলে স্টোরেজ করে থাকি। আমাদের ব্যক্তিগত তথ্য, ফোন গ্যালারীর অনেক ফটো, আরো অনেক তথ্য যে গুলি আমাদের অসাবধানতার কারণে পুরানো স্মার্টফোনতে থেকে যায়। যেহুতু আমরা আমাদের ফোন এক্সচেঞ্জ করেছি তাই আমাদের ফোনের ডেটা নিয়ে অন্য কেউ মিস ইউজ করতে পারে। তাই আমাদের সতর্ক থাকতে হবে না হলে সমস্যা আসতে পারে।

🔥আরও পড়ুনঃ-

👉 আপনার কি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে? আপনি সমস্যায় পড়তে পারেন!

1. মোবাইল এক্সচেঞ্জের সময় মাইক্রো এসডি কার্ড এবং সিম কার্ড সরান

আপনার মোবাইল এক্সচেঞ্জ করার আগে আপনার সিম কার্ড এবং এসডি কার্ডকে বের করে নিন। আপনার মোবাইলে সমস্ত রকম ডেটাকে রিমুভ করতে ফ্যাক্টরি রিসেট অপশনটিকে সিলেক্ট করুন তাহলে আপনার মোবাইলে যত রকম ডেটা রয়েছে সব রিমুভ হয়ে যাবে।

2. মোবাইল এক্সচেঞ্জের আগে আপনার মোবাইল ডেটার ব্যাক আপ নিন

মোবাইল এক্সচেঞ্জ করার আগে আপনার গুরুত্বপূর্ণ নথি, কল লিস্ট, ফটো, এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের সমস্ত ব্যাক আপ নিয়ে নিন। এই ব্যাক আপের জন্য আপনি Gmail অ্যাকাউন্ট এবং Google Photos ব্যবহার করতে পারেন।

3. মোবাইল এক্সচেঞ্জের আগে আপনার সমস্ত অ্যাকাউন্টকে লগআউট করুন

আপনার ব্যবহৃত সমস্ত রকম অ্যাকাউন্ট ও প্রোফাইল গুলিকে যেমন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, মাইক্রোসফ্ট অ্যাকাউন্ট, এবং যত রকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সব গুলিকে লগ আউট করুন।

4. মোবাইল এক্সচেঞ্জ করার আগে আপনার মোবাইলের সমস্ত রকম জিনিসপত্র বক্সতে রাখুন

আপনার মোবাইলের সমস্ত রকম আনুষাঙ্গিক যেমন চার্জিং ক্যাবল, অ্যাডাপ্টার ইত্যাদি তাদের মূল বাক্সে রাখুন। এবার মোবাইল এক্সচেঞ্জ করতে এলে আপনি আপনার মোবাইলটি দিতে পারেন।

Leave a Comment