আপনার কি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে? সমস্যায় পড়তে পারেন!

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

অনেক সময় আমাদের কাজের সুবিধার্থে আমরা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। অনেকের আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, কর্ম সূত্রে আবার আমাদের অনেকের স্যালারি অ্যাকাউন্ট হয়ে গেছে। কখনো বা অন্য কোন ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

এই ভাবে কারণ অকারণে আমাদের অনেকের একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট হয়ে গেছে। আর যদি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলিকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে না পারি, তাহলে অনেক সময় আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হয়।

এমনই অনেক ব্যাক্তি আছে যারা এক একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এক একটি কাজে, খুবই দক্ষতার সঙ্গে  পরিচালনা করে। আর যারা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সামলে উঠতে পারছেনা, তারা এখন থেকে সচেতন না হলে, পরবর্তীকালে বড় কোন সমস্যায় পড়তে পারে।

একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কি কি সমস্যা হতে পারে

আপনার কি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলি ঠিক ঠাক সামলাতে পারছেন না? কয়েক বছর ধরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি কোনো লেন দেন হয়নি? ব্যাঙ্কের নিয়ম অনুযায়ি দুবছর কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন না হলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।

এর ফলে আমাদের ওই ব্যাঙ্কর অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকা আর তুলতে পারি না বা কেউ যদি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠায় তা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে না। কারণ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তখন নিষ্ক্রিয় হয়ে গেছে।

যাদের বাৎসরিক আয়কর দিতে হয়, তাদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আয় কর সংক্রান্ত তথ্য হিসাবে তাদের সমস্ত ব্যাংকের হিসাব দিতে হয়। যে কারণে অনেক সময় অসুবিধার মধ্যে পড়তে হয়।

🔥আরও পড়ুনঃ-

👉 Jio Bharat: ভাবা যায়! মাত্র ৯৯৯ টাকায় পাচ্ছেন জিও ভারত ৪জি ফোন।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়া ঠেকাতে কি কি করণীয়?

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়া থেকে আটকানোর জন্য প্রত্যেক তিন চার মাস অন্তর আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করুন। যেটি আপনি অনায়াসে আপনার বাড়িতে বসে করতে পারেন।

কারণ এখন নেট ব্যাঙ্কিং -এর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন, এবং প্রয়োজনে অন্য কোন অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে।

আপনার কোন দরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন কারণবশত বন্ধ হয়ে গেলে, সেটিকে পুনরায় চালু করতে আপনার KYC সহ সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে দেখা করে, আপনারা অ্যাকাউন্টটাকে পুনরায় সক্রিয় করে নিতে পারেন।

এছাড়া আপনার অপ্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলো, যেগুলি আপনি কোন কাজের জন্য খুলেছিলেন কিন্তু তা আর প্রয়োজন হচ্ছে না, যেমন আপনি একাধিক কোম্পানিতে কাজ করেছেন, যে কারণে আপনার একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট হয়ে গেছে এবং সেগুলিকে আপনি আর মেনটেনেন্স করতে পারছেন না।

আপনি ব্যাঙ্কে দেখা করে আপনার অপ্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলোকে বন্ধ করে দিতে পারেন, এবং প্রয়োজন মনে করলে আপনার নিকটবর্তী কোনো শাখায় আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে আনতে পারেন।

Leave a Comment