Jio Bharat: ভাবা যায়! মাত্র ৯৯৯ টাকায় পাচ্ছেন জিও ভারত ৪জি ফোন।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

Reliance Jio -এর কর্ণধার মুকেশ আম্বানি ভারতবর্ষে মোবাইল ডেটা ব্যবহারের যে আমূল পরিবর্তন এনেছিল তা বলার অপেক্ষা রাখে না। তারা প্রথমে ফ্রিতে 4G সিম সহ আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোক করে দিয়েছিল। পরবর্তী কালে স্মার্ট ফোনের জন্য বড় বড় প্যাকেজ আনলেও, সাধারণ ও গরিব মানুষের কথা মাথায় রেখে 4G ফোন লঞ্চ করে। বর্তমানে যার সবচেয়ে কম রিচার্জ মূল্য হল 91 টাকা।

জিও ফোন ব্যবহারকারীরা অনেকদিন হল বাজারের পুরানো Jio 4G ফোন খুজে পাচ্ছে না। জিও শোরুম থেকেও এই ফোন সম্পর্কে কোনো আপডেট দিতে পারছিল না। যাদের জিও ফোন খারাফ হয়ে গেছিল তারা খুবই সমস্যার মধ্যে পড়েছিল।

এবার জিও ফোন ব্যবহার করি বা যারা নতুন করে জিও ফোন ব্যবহার করতে চান তাদের জন্য সুখবর, কারণ এবার রিলায়েন্স জিও বাজারে আনতে চলেছে মাত্র 999 টাকার Jio Bharat 4G ফোন। এই পোস্টির মাধ্যমে আপনারা জানতে পারবেন Jio Bharat ফোনটি কোথায় পাওয়া যাবে, কেমন দেখতে, রিচার্জ প্ল্যান, এবং পুরানো ফোনের সঙ্গে এই নতুন ফোনের কি কি পার্থক্য আছে?

জিও ভারত ফোন কোথায় কোথায় পাওয়া যাবে?

বর্তমান ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় 250000000 জন এখন 2G ফোন ব্যবহার করে থাকেন, যেখানে ইন্টারনেট ব্যবহার করা যায় না। আর এখন ভারত 4G থেকে 5G তে সিফ্ট করতে চলেছে। মুখেশ আম্বানির ছেলে (আকাশ আম্বানি) বর্তমানে Reliance Jio-এর চেয়ারম্যান বলেছেন 7 জুলাই, 2023 থেকে Jio Bharat ফোনটি বাজারে বিক্রি হবে এবং যা পরবর্তীকালে খুচরো দোকানেও পাওয়া যাবে ৷

🔥আরও পড়ুনঃ-

👉 রেশন কার্ড উপভোক্তাদের জন্য নতুন আপডেট, পাবেন আরো সুবিধা!

পুরানো জিও ফোন ও Jio Bharat ফোনটির মধ্যে পার্থক্য

  • ১. পুরানো জিও ফোনটি থেকে জিও ভারত ফোনটির স্ক্রীন ছোট।
  • ২. পুরানো ফোনটিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা গেলেও নতুন ফোনটিতে এখনো হোয়াটসঅ্যাপ ব্যবহারের কোন ফিচার্স যুক্ত করা হয়নি।
  • ৩. পুরানো ফোনটিতে সবথেকে কম মাসে 91 টাকা রিচার্জ করলে চলে নতুন সেক্ষেত্রে জিও ভারতের নূন্যতম রিচার্জ 123 টাকা।
  • ৪. পুরানো ফোন ইউটউব থাকলেও নতুন ফোন এখন পর্যন্ত ইউটউব নেই। তবে পরবর্তী কালে যুক্ত হতে পারে।
  • ৫. পুরানো জিও ফোনটির ভয়েস রেকডিং এর সুবিধা না থাকলেও Jio Bharat ফোনটিতে তা আছে।

Jio Bharat ফোনটি কেমন দেখতে?

Jio Bharat ফোনটি অনেকটা আগের লঞ্চ করা জিও কীপ্যাড ফোনের মতো দেখতে হবে। প্রথমে স্ক্রিন আর তার নিচে কীপ্যাড, পিছনে স্পীকার ও স্পীকারের নিচে  ক্যামেরা আছে। বর্তমানে নীল এবং লাল রঙের দুটি মডেল বাজারে লঞ্চ করা হয়েছে। একটি মডেলের ব্যাক কভারের পিছনে Jio ব্র্যান্ডের Logo এবং অপর মডেলের ব্যাক কভারের পিছনে কার্বন Logo রয়েছে।

Jio Bharat ফোনটিতে কি কি পরিষেবা পাওয়া যাবে?

আগের ফোনের মতো JioPay এর মাধ্যমে UPI তে টাকা আদান প্রদান করা যাবে। এছাড়া JioSaavan, JioCinema, এবং FM রেডিওর বিনোদনের ব্যবস্থা আছে।

Jio Bharat ফোনটির রিচার্জ প্ল্যান

বর্তমানে Jio Bharat ফোনের জন্য দুটি রিচার্জ প্ল্যান রয়েছে একটি হল একমাসের জন্য 123 টাকার রিচার্জ প্লান, যেখানে 28 দিনের জন্য 1/2 GB করে ডেটা সহ আনলিমিটেড কলের সুবিধা পাবেন আর বার্ষিক 1234 টাকার প্ল্যান যেখানে প্রতিদিন 1/2 GB করে ডেটা সহ আনলিমিটেড কলের সুবিধা রয়েছে।

Leave a Comment