রেশন কার্ড উপভোক্তাদের জন্য নতুন আপডেট, পাবেন আরো সুবিধা!

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

রেশন ব্যবস্থা যাতে দেশে সকল দরিদ্র পরিবারের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য সরকার বিভিন্ন রকমের রেশন কার্ড মিশনের ব্যবস্থা করেছে। ২০১৯ সালে চালু করা হয়েছিল এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা, যে সমস্ত রেশন উপভোক্তারা কর্ম সূত্রে এক রাজ্য থেকে অন্য  রাজ্যে অথবা এক জেলা থেকে অন্য জেলাতে গিয়েছে, তারা সেখানকার ন্যায্য মূল্যের দোকান থেকে ভর্তুকিপ্রাপ্ত রেশনকে সংগ্রহ করতে পারবে।

এবার সরকারের নতুন সংযোজন হল রেশন কার্ডে Online Electronic Point of Sale Device ব্যবস্থা চালু করার পরিকল্পনা। এই পরিকল্পটি বাস্তবায়িত হলে উপকৃত হবে দেশের কয়েক লক্ষ মানুষ যারা কর্ম সূত্রে ভিন্ন রাজ্যে থাকে। এই পোস্টির মাধ্যমে আপনারা রেশন কার্ডের এই নতুন মিশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

Online Electronic Point of Sale Device রেশন ব্যবস্থাটি কি?

সরকার চায় তার প্রতিটি দরিদ্র রেশন উপভোক্তার কাছে বিনা বাধায় যাতে রেশন পৌছে যায়, তার জন্য যে সমস্ত পরিকল্পনা করার প্রয়োজন তা সম্পূর্ণ করা এবং ওই পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় তার জন্য ব্যবস্থা করা। এই নতুন পরিকল্পনাটির মাধ্যমে, রেশন ব্যবস্থাটি সম্পূর্ণ ডিজিটালি করা হবে। তবে এর জন্য উপভোক্তার রেশন কার্ড এর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকাটা আবশ্যক।

এই ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) এর মাধ্যমে আপনি দেশের যেকোন জায়গা থেকে সহজে রেশন তুলতে পারবেন। তাই কর্মসূত্রে যারা ভিন্ন রাজ্য অথবা কেন্দ্র শাসিত অঞ্চলে থাকেন বা থাকার পরিকল্পনা করছেন, তারা এই রেশন ব্যাবস্থার লাভ ওঠাতে পারবে।

🔥আরও পড়ুনঃ-

👉 ৩০ জুন তো পেরিয়ে গেল, প্যান কার্ড চালু আছে না বন্ধ হয়ে গেছে কি করে চেক করবেন?

Online Electronic Point of Sale Device এর মাধ্যমে ভিন্ন রাজ্য থেকে রেশন তোলার পদ্ধতি

অন্য রাজ্যের বাসিন্দা হয়ে অনেকের মনে এই প্রশ্ন আসে বর্তমানে সে যে রাজ্যে আছে সেই রাজ্য থেকে যদি রেশন তোলা যেত অথবা আদোও অন্য রাজ্য থেকে কোন দিন রেশন তোলা সম্ভব হবে কিনা।

সরকার কোন প্রকল্পকে চালু করে তার নাগরিকদেরকে সর্বোচ্চ সুবিধা দিতে, এর জন্য সরকার সময় সময় ওই প্রকল্পকে আপডেট করে, যাতে নাগরিকদের কাছে সঠিক ভাবে ওই প্রকল্পকের সুবিধা গুলি পৌঁছে যেতে পারে।

এই নতুন পরিকল্পনাটির মাধ্যমে ভিন্ন রাজ্যে গিয়ে নির্দিষ্ট রেশন দোকানের সঙ্গে যোগাযোগ করতে হবে। যদি আপনার রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক এবং আপনার রেশন কার্ড ডিজিটাল হয়, তাহলে আপনি ভিন্ন রাজ্যে গিয়েও রেশন তুলতে পারবেন।

আর কত দিন বিনা মূল্যে রেশন দেওয়া হবে?

অতি মহামারী করোনার কাল থেকে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্দগে সারা দেশে দরিদ্র মানুষের জন্য ফ্রিতে রেশনের ব্যবস্থা চালু করা হয়। করোনা চলে গেলেও এই ফ্রিতে রেশন ব্যবস্থাটি চলে আসছে, যার জন্য প্রতি বছর কয়েক লক্ষ কোটি টাকা সরকারকে ব্যায় করতে হচ্ছে। কেন্দ্র সরকার এই ফ্রিতে রেশন প্রকল্পটি এই বছর (২০২৩) ডিসেম্বর পর্যন্ত চালাবে বলে ঠিক করেছে।

Leave a Comment