রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। রাজ্যের কৃষি দপ্তর ড্রাইভার, স্কিল সাপোর্ট স্টাফ এবং ট্রেনোগ্রাফার গেট থ্রি পদে একাধিক কর্মচারি নিয়োগ করতে যাচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা ১৫ জুলাই এর মধ্যে অফ লাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদন ফ্রিস টি অনলাইন এর মাধ্যমে দিতে হবে। চলুন জানাযাক কোন প্রার্থীর জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? কত বয়েস পর্যন্ত আবেদন করতে পারবে? কেমন বেতন পাবে?
কি কি পোস্টের জন্য কৃষি দপ্তরে নিয়োগ করা হবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তিনটি পোস্টের জন্য নিয়োগের কথা বলা হয়েছে এই সমস্ত পোস্ট গুলি হল ড্রাইভার, স্কিল সাপোর্ট স্টাফ এবং ট্রেনোগ্রাফার। যারা এই পদ গুলির ব্যপারে ওয়াকিবহল তারা আবেদন করতে পারেন।
কৃষি দপ্তরে ড্রাইভার পদের জন্য প্রার্থীর যোগ্যতা
ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স:
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আর যদি আবেদনকারী এস সি, এস টি, অথবা ওবিসি হন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছার পাবে।
বেতন:
এই পোস্টে আবেদনকারী প্রার্থী লেবেল ৬ এর বেতন পাবে। যা মাসিক 26000 থেকে 28000 টাকা পর্যন্ত হতে পারে।
কৃষি দপ্তরে স্কিল সাপোর্ট স্টাফ পদের জন্য প্রার্থীর যোগ্যতা
স্কিল সাপোর্ট স্টাফ পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অথবা আই টি আই পাস হতে হবে।
বয়স:
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী এস সি, এস টি, অথবা ওবিসি হন তাহলে এক্ষেতেও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছার পাবে।
বেতন:
এখানে লেভেল ওয়ান এর স্যালার দেওয়া হবে। যা মাসিক ১৮০০০ টাকা থেকে ২২০০০ টাকা পর্যন্ত হতে পারে।
🔥আরও পড়ুনঃ-
👉 Pm Pranam Scheme: কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প কি কি সুবিধা পাবেন?
কৃষি দপ্তরে স্কিল ট্রেনোগ্রাফার গেট থ্রি পদের জন্য প্রার্থীর যোগ্যতা
ট্রেনোগ্রাফার গেট থ্রি পদে আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আর সঙ্গে ট্রেনোগ্রাফার জানতে হবে।
বয়স:
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এক্ষেতেও আবেদনকারী এস সি, এস টি, অথবা ওবিসি হলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছার পাবেন।
বেতন:
এখানে লেভেল ৪ এর স্যালার দেওয়া হবে। যা মাসিক ২৮০০০ টাকা থেকে ৩২০০০ টাকা পর্যন্ত হতে পারে।
পশ্চিমবঙ্গের কোথায় নিয়োগটি হবে?
এই নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের ২২ টি জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর যোগ্যতা থাকতে হবে। নিয়োগটি হবে পুরুলিয়ার কৃষি দপ্তর (krishi vigyan kendra, kalyan) তে তাই দেরি না করে ১৫ জুলাই এর মধ্যে যোগ্য প্রার্থীরা আবেদন করে নিতে পারেন।
কৃষি দপ্তরে নিয়োগের ফ্রম ও নোটিফিকেশান
এই কৃষি দপ্তরে নিয়োগের ফ্রম ও অফিসিয়াল নোটিফিকেশানটি পেতে পুরুলিয়ার কৃষি দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইট https://www.kalyankvk.org/ গিয়ে recruitment অপশনে গেলে এই নিয়োগ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন।