SBI Asha Scholarship: স্টেট ব্যাঙ্ক দিচ্ছে শিক্ষার্থীদের স্কলারশিপ। জানুন বিস্তারিত

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

সমাজে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মেধা শিক্ষার্থীদের ভবিষৎ সুনিশ্চিত করতে, সরকারি এবং বেসরকারি সংস্থার তরফ থেকে নানা রকম শিক্ষামূলক স্কলারশিপের আয়োজন করা হয়েছে। ভারতীয় রাষ্ট্রীয় ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি স্কলারশিপের আয়োজন করা হয়েছে, যার নাম হলো এসবিআই আশা স্কলারশিপ (SBI Asha Scholarship) ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন -এর দেওয়া এই স্কলারশিপের মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেধা শিক্ষার্থীরা আর্থিক সাহায্য পেয়ে আসছে। আমরা এই নিবন্ধের মাধ্যমে আপনাদেরকে জানাবো SBI আশা স্কলারশিপ পেতে গেলে একজন শিক্ষার্থীর কেমন যোগ্যতা লাগবে, আবেদনের প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য।

SBI আশা স্কলারশিপে আবেদনকারীর যোগ্যতা

ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের নাগরিকরা এই SBI আশা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বিশেষ কিছু যোগ্যতা থাকা প্রয়োজন, যেগুলি আমরা নিচে আলোচনা করলাম।

  • ১. এই স্কলারশিপ পাবার জন্য আবেদনকারীকে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেকোন ক্লাসে পঠনরত হতে হবে।
  • ২. প্রার্থীকে আগের ক্লাসে কম পক্ষে ৭৫ শতাংশ নাম্বার পেয়ে পাস করতে হবে।
  • ৩. প্রার্থীর পরিবারের বাৎসরিক ইনকাম তিন লক্ষ টাকার কম হতে হবে।

🔥আরও পড়ুনঃ-

👉 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে একাধিক পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৪ ঠা আগস্ট।

এসবিআই আশা স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীর কি কি ডকুমেন্টস লাগবে?

এসবিআই আশা স্কলারশিপ এর আবেদন করার জন্য শিক্ষার্থীকে বেশ কিছু ডকুমেন্ট দিতে হবে, সেগুলি আমরা নিচে উল্লেখ করলাম।

প্রথমে ফটো সহ পরিচয় পত্র হিসেবে শিক্ষার্থীর আধার কার্ড, ছয় মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের কালারিং ফটো, স্কুলে ভর্তির রশিদ, এর আগের ক্লাসের মার্কসিট, এবং পঞ্চায়েত বা পৌরসভা থেকে নেওয়া প্রার্থীর পরিবারে বার্ষিক ইনকামের সার্টিফিকেট।

এসবিআই আশা স্কলারশিপের জন্য শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে?

এস বি আই আশা স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীর একটি বৈধ ইমেইল আইডি সহ ফোন নাম্বারের প্রয়োজন। প্রথমে শিক্ষার্থীকে buddy4study.com এই ওয়েবসাইটে গিয়ে REGISTER করতে হবে। এর পর শিক্ষার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

Apply Now অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করতে হবে। স্কিনে আবেদন পত্রটি চলে আসবে, এবার শিক্ষার্থীকে তার সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং ফটো সহ অনান্য তথ্য আপলোড করে সাবমিট করতে হবে।

SBI Asha Scholarship এর আবেদন কবে থেকে শুরু হবে?

এই স্কলারশিপে আবেদন গত বছর ২০২২ থেকে শুরু হয়ে ছিল যা এবছর ৩০ শে এপ্রিল ২০২৩ পর্যন্ত আবেদন পর্ব চলেছিল। চলতি বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া খুব তারা তারি শুরু হবে, যেটি এর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে পেয়ে যাবেন। 

Leave a Comment