যে সমস্ত চাকরি প্রার্থীরা কেন্দ্র সরকারের চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর, কারণ ভারতীয় রেলওয়ে ১০১৬ টি শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট secr.indianrailways.gov.in থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীদেরকে ২১ শে আগস্ট ২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন ভারতীয় রেলওয়ের তরফ থেকে এই নিয়োগটি কোন কোন পোস্টের জন্য করা হবে, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, কত বয়স পর্যন্ত আবেদন করা হবে, অনলাইন আবেদনের প্রসেস ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য।
রেলের এই নিয়োগটি কোন কোন পোস্টের জন্য করা হবে?
দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের এই নিয়োগটি সহকারী লোকো পাইলট, টেকনিশিয়ান, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য করা হবে। যেখানে সহকারী লোকো পাইলট এর মোট শূন্য পদ 820টি, টেকনিশিয়ান এর মোট শূন্য পদ ১৩২টি, জুনিয়র ইঞ্জিনিয়ার এর মোট শূন্য পদ ৬৪টি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
এই সমস্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাস সহ আইটিআই বা ডিপ্লোমা পাস করতে হবে। আরো বিস্তারিত জানার জন্য নিচের অফিসিয়াল নোটিশটি পড়ার অনুরোধ রইলো।
🔥আরও পড়ুনঃ-
👉 এবার সিবিএসই স্কুল গুলিতে শুধু ইংরেজি নয়, বাংলা ভাষা সহ আরো অন্যান্য ভাষা থাকবে
প্রার্থীর বয়সসীমা
ভারতীয় রেলওয়ে এই পদ গুলিতে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীর বয়স 18 বছর থেকে 42 বছরের মধ্যে থাকতে হবে, ওবিসি প্রার্থীর ক্ষেত্রে বয়স 18 বছর থেকে 45 বছরের মধ্যে, SC/ST প্রার্থীর বয়স 18 বছর থেকে 47 বছরের মধ্যে, এবং EWS প্রার্থীর বয়স 18 বছর থেকে 47 বছরের মধ্যে থাকতে হবে।
আবেদন পর্ব কতদিন চলবে?
ভারতীয় রেলের নিয়োগের বিজ্ঞপ্তিটি ১৮ ই জুলাই ২০২৩ তে প্রকাশিত হয়েছিল। রেলের এই সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে ২২ শে জুলাই ২০২৩ থেকে ২১ শে আগস্ট ২০২৩ অর্থাৎ মোট এক মাসের মধ্যে অনলাইনে আবেদন করে নিতে হবে।
কিভাবে আবেদন করবে?
আবেদনকারীকে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের (secr.indianrailways.gov.in) এর ওয়েবসাইট এর Home Page তে যেতে হবে। Recruitment button দেখতে পাবেন, এর উপর ক্লিক করে আবেদনকারীকে ALP Recruitment অপশনটি সিলেক্ট করতে হবে। এবার প্রার্থীকে ভ্যালিড মোবাইল নম্বর দিয়ে Register করে নিতে হবে এবং প্রার্থী যে লগিং আইডি এবং পাসওয়ার্ড পাবে তা দিয়ে লগিং করতে হবে। অনস্ক্রিনে একটি ফর্ম চলে আসবে সেটিকে যথাযত ভাবে প্রার্থীর বিবরণ দিয়ে পূরণ করতে হবে এবং তার প্রার্থীর স্বাক্ষর এবং ছবি আপলোড করে সাবমিট করতে হবে।
অফিসিয়াল নোটিস – দেখুন
অনলাইন আবেদনের লিংক – দেখুন