যে সমস্ত চাকরিপ্রার্থীরা ডিফেন্সে চাকরি করবে বলে প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য সুখবর, কারণ স্টাফ সিলেকশন কমিশন -এর তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে, মোট ১৮৭৬ টি শূন্য পদে দিল্লী পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগ করা হবে।
এটি একটি কেন্দ্র সরকারি চাকরি, যেখানে ভালো মাপের বেতন রয়েছে। ভারতবর্ষের যেকোন স্থান থেকে এই পোস্ট গুলির জন্য, ছেলে মেয়ে উভয় যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে।
এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন, নিয়োগটি কোন কোন পোস্টের জন্য করা হবে, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ, কবে পরীক্ষা হতে পারে, আবেদন ফিস ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত তথ্য।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
সাব-ইন্সপেক্টর (জিডি) সিএপিএফ [Sub-Inspector (GD) in CAPFs] এবং দিল্লি পুলিশে সাব-ইন্সপেক্টর (এক্সিকিউটিভ) [Sub-Inspector (Executive) in Delhi Police] এই দুটি পোস্টে মোট ১৮৭৬ টি শূন্য পদে নিয়োগ করা হবে। তবে পরবর্তীকালে এই শূন্য পদ সংখ্যা বাড়তে পারে।
আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেকোনো শাখায় গ্যাজুয়েশন কম্প্লিড করতে হবে।
🔥আরও পড়ুনঃ-
আবেদনের সময়সীমা
আবেদন গ্রহণ ২২ জুলাই ২০২৩ থেকে শুরু হয়ে গেছে যা চলবে ১৫ আগস্ট ২০২৩ পর্যন্ত। নিয়োগের প্রথম পরীক্ষা ৩ অক্টোবর থেকে ৬ অক্টোবর ২০২৩ এর মধ্যে হবে।
প্রার্থীর বয়স সীমা
প্রার্থীর বয়স ২০ বছর থেকে ২৫ বছর এর মধ্যে হতে হবে (০১.০৮.২০২৩ অনুসারে)। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যেমন sc/st রা ৫ বছরের ছাড় এবং ওবিসিরা ৩ বছরের ছাড় পাবে।
মাসিক বেতন
সেন্ট্রাল গভর্মেন্টের এই চাকরি গুলিতে বেশ মোটা মানের বেতন দেওয়া হয়। লেভেল-৬ এর বেতন দেওয়া হবে যা প্রতি মাসে ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকার মধ্যে হবে।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফাই ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পাহাড়ি অঞ্চলের ছেলে মেয়েদের ক্ষেত্রে উচ্চতায় ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি
প্রার্থীকে SSC অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in তে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য একটি ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে। রেজিস্ট্রেশন কম্প্লিড হয়ে গেলে লগিং আই ডি ও পাসওয়ার্ড দিয়ে লগিং করতে হবে। Apply Now অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করে অনস্কিনে আসা ফর্মটি ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে সাবমিট করলে আবেদনটি হয়ে যাবে।
প্রার্থীকে কত টাকা আবেদন মূল্য দিতে হবে?
Gen/ OBC/ EWS প্রার্থীকে ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে এবং SC/ ST/Female প্রার্থীকে আবেদন মূল্য দিতে হবেনা।
আবেদন লিংক: Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি: Read Now