পশ্চিমবঙ্গ সরকারের নতুন লোন স্কিম পুজোর আগে পেতে পারেন ৮০ হাজার টাকা

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

হাতে মাত্র আর কয়েকটা মাস তার পরে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজো। এই পূজার মরশুমে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি টাকা রোলিং হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় পূজার মরশুমে সাধারণ মানুষের পশে দাঁড়াতে এক নতুন লোন স্কিম চালু করেছে, যেখানে এই রাজ্যের বসবাসকারী নাগরিকরা সর্বোচ্চ ৮০ হাজার টাকার লোনের সুবিধা পেতে পারে।

চলুন জেনে নেওয়া যাক নতুন লোন স্কিম কি, কারা এর জন্য আবেদন করতে পারবে, কতো টাকা করে লোন পাওয়া যাবে, সরকার কোন রকম সাবসিটি দেবে কিনা, এই লোনের জন্য কোথায় আবেদন করতে হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য।

পশ্চিমবঙ্গ সরকারের নতুন লোন স্কিম কি?

পশ্চিমবঙ্গে বসবাসকারী হকারদের আর্থিক সাহায্য করার লক্ষ্যে এই লোন স্কিম চালু করা হয়েছে। এই স্কিমে আবেদনকারীকে মোট তিনটি দফায় ৮০ হাজার টাকা দেওয়া হবে।

প্রথম দফায় আবেদনকারীকে ১০ হাজার টাকা দেওয়া হবে, প্রথম দফার ১০ হাজার টাকা আবেদনকারী পরিশোধ করলে, আবেদনকারীকে দ্বিতীয় দফায় ২০ হাজার টাকা দেওয়া হবে, আর এই দ্বিতীয় দফার টাকা পরিশোধ হলে দেওয়া হবে তৃতীয় দফার ৫০ হাজার টাকা।

অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীরা মোট ৮০ হাজার টাকার লোনের সুবিধা পাবে।

🔥আরও পড়ুনঃ-

👉 মাধ্যমিক পাসে রাজ্যে জেল পুলিশে নিয়োগ

কারা আবেদন করতে পারবে?

পশ্চিমবঙ্গের পুরসভা এলাকার বাসিন্দা কোন হকার হলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তবে গ্রামের কোনো বাসিন্দা যদি পুর-এলাকায় হকারি করে তাহলে তিনিও এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে তার এলাকার পুরসভাতে গিয়ে আবেদন করতে হবে। আর এই গোটা বিষয়টির দেখভাল করবেন পুরসভার নোডাল অফিসার।

সরকার কি কোনরকম সাবসিটি দেবে?

সূত্রের খবর এখনো পর্যন্ত ৭৫ হাজার ২৭২টি আবেদন বিভিন্ন পুরসভাতে জমা পড়েছে, যার মধ্যে প্রায় ৪৭ হাজার আবেদনকারীকে সিলেক্ট করা হয়েছে। ৩৫ হাজারের বেশি আবেদনকারী এর মধ্যে লোন পেয়ে গেছে।

যে ব্যাঙ্ক থেকে আবেদনকারী লোন পাবে, ব্যাঙ্কের নির্ধারিত সুদের মোট ৭% ছাড় দেবে রাজ্য সরকার। এখন এই লোন গুলি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে দেওয়া হচ্ছে, যাতে বেসরকারি ব্যাঙ্ক গুলি এই লোন দিতে পারে, তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। 

সরকারের তরফ থেকে হকারদের লোন দেবার কারন

বড় বড় ব্যাবসায়ীরা সহজে বিভিন্ন ব্যাঙ্ক থেকে সহজে লোন পেয়ে যায়, কিন্তু ছোট ছোট ব্যাবসায়ীদের ক্ষেত্রে লোন পেতে গেলে তাদেরকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক ব্যাঙ্ক সহজে ছোট ব্যাবসায়ীদেরকে লোন দিতে চায়না। পূজোর সময় হকাররা যাতে তাদের প্রয়োজনীয় ব্যাবসায়ীক জিনিসপত্র কিনতে পারে তার জন্য সরকারের এই চেষ্টা।

পূজোর সময় একমাত্র সুযোগ থাকে যেখানে ছোট ব্যাবসায়ীরা অল্প সময়ে বেশি টাকা ইনকাম করতে পারে। সরকার তাই পূজোর মরশুমকে কাজে লাগাতে চাইছে। আবেদন পর্বটি চালু রয়েছে যেখানে বর্ধমান পুরসভাতে সবথেকে বেশি আবেদন পত্র জমা পড়েছে, আর আবেদন জমা পড়ার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ব্যারাকপুরের একাধিক পুরসভা।

2 thoughts on “পশ্চিমবঙ্গ সরকারের নতুন লোন স্কিম পুজোর আগে পেতে পারেন ৮০ হাজার টাকা”

    • কমেন্ট করার জন্য ধন্যবাদ, আপনি আপনার নিকটস্থ কাউন্সিলর বা পৌরসভা তে গিয়ে যোগাযোগ করুন।

      Reply

Leave a Comment