আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আর আপনি এইমাত্র শেষ হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের (আপনার এলাকার বা যেকোন এলাকার) রেজাল্ট লাইভ দেখতে চান। এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে পঞ্চায়েত ভোটের রেজাল্ট সরাসরি কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবেন।
আমরা কম-বেশি প্রত্যেকে পঞ্চায়েত ভোটের রেজাল্ট দেখার জন্য বেশিরভাগ সময় টিভির খবরের চ্যানেলের দিকে তাকিয়ে থাকি। বিভিন্ন খবরের চ্যানেলের মাধ্যমে ভোটের রেজাল্ট সম্পর্কে ধারণা পেলেও, আমাদের লোকাল পঞ্চায়েতের ভোটের রেজাল্ট -এর খবরা খবর জানা কিন্তু সম্ভব হয় না। আপনি একটু বুদ্ধি করে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে খুবই সহজে আপনার এলাকার পঞ্চায়েতে ইলেকশনের রেজাল্ট দেখতে পারেন।
এবছরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের মোট ৭৩,৮৮৭টি আসন ছিল এই আসন গুলির মধ্যে বেশ কিছু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। সেই সমস্ত জায়গায় ভোট করার প্রয়োজন হয়নি পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনারকে।
ওই সমস্ত এলাকার পরিসংখ্যান এর আগে তুলে ধরেছে নির্বাচন কমিশনার। আসুন নিচে জানা যাক পশ্চিমবঙ্গের কোন এলাকাগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এবং পঞ্চায়েত ভোটের লাইভ রেজাল্ট কিভাবে আপনার স্মার্ট ফোনে দেখবেন?
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে কোন এলাকা গুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে?
পশ্চিমবঙ্গের ৭৩,৮৮৭টি আসনে পঞ্চায়েত নির্বাচন হলেও ৯০১৩টি আসনে কোন না কোন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে, যার শতকরা হার ১২%। পশ্চিমবঙ্গের ২২ জেলার মোট কতো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছে তার একটি পরিসংখ্যান তুলে ধরেছে পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
৬৩২২৯টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৮০০২টি আসন, ৯,৭৩০টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে ৯৯১টি আসন ও পশ্চিমবঙ্গের জেলা পরিষদের ৯২৮টি আসনের মধ্যে মোট ১৬টি আসনই কোন না কোন দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।
গত ২০১৮ সালে বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ৩৪ শতাংশ আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছিল। ২০২৩ এর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ১২ শতাংশ আসনই কোন না কোন দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে।
🔥আরও পড়ুনঃ-
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের রেজাল্ট কিভাবে দেখবেন?
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের লাইভ রেজাল্ট দেখতে গেলে প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনার এর অফিসিয়াল ওয়েবসাইট wbsec.gov.in তে যেতে হবে।
যদি মোবাইল এর মাধ্যমে দেখতে চান তাহলে আপনাকে আপনার মোবাইল এর ডানদিকে থ্রী ডট টিকে ক্লিক করে ডেক্সটপ মোডে নিয়ে যেতে হবে।
এবার স্কল করে নিচে নিয়ে আসতে হবে এবং নিচে দেওয়া PANCHAYAT GENERAL ELECTIONS, 2023 অপশনটি তে ক্লিক করতে হবে।
নতুন পেজ খুলে গেলে আবার আপনাকে থ্রী ডটে ক্লিক করতে হবে এবং এর নিচে থ্রী ড্যাসটিতে ক্লিক করলে আপনার কাছে আরো বেশ কিছু অপশন চলে আসবে।
এর পর আপনাকে PARTY WISE RESULT টি সিলেক্ট করতে হবে।
Constituency For এর মধ্যে অনেক অপশন পাবেন, তার মধ্যে Gram Panchayat অপশনটিকে সিলেক্ট করলে, আপনার বুথে কোন আসনে কোন প্রার্থী এগিয়ে থাকলো তা দেখতে পারবেন।
আরো ডিটেলসতে দেখতে চাইলে আপনাকে ব্যাকে গিয়ে ZILLA PARISHAD WISE RESULT অপশনটি সিলেক্ট করতে হবে এবং আপনার পছন্দ মতন অপশনটিকে সিলেক্ট করতে হবে।