৩৫৫ ধারা ও ৩৫৬ ধারা কখন প্রয়োগ করা হয়?

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

সম্প্রতি আমরা পশ্চিমবঙ্গে রাজ্য-রাজনীতিতে প্রায় সময় বিরোধী দল গুলির কাছ থেকে শুনতে পায় ৩৫৫ ধারা ও ৩৫৬ ধারা প্রয়োগের কথা, পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট চলার সময়ে এই দাবি আরও বেশি জোরদার হয়েছে। কিন্তু আমরা অনেকে জানিনা ৩৫৫ ধারা ও ৩৫৬ ধারা কি এবং এগুলি কখন প্রয়োগ করা সম্ভব। আমাদের এই নিবন্ধের মাধ্যমে ৩৫৫ ধারা ও ৩৫৬ ধারা সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেব।

৩৫৫ অনুচ্ছেদ কি এবং তা কখন প্রয়োগ করা যায়?

ভারতীয় সংবিধানের ৩৫৫ অনুচ্ছেদ হল এমন একটি ধারা যা কোন রাজ্যের উপর তখনি প্রয়োগ করা যায়, যখন সেই রাজ্যের বাহ্যিক বা অভ্যন্তরীণ কিছু কারণের জন্য আইন-শৃঙ্খলার অবনতি হয়। তখন ঐ রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার কাজ কেন্দ্র সরকারকে করতে হয়। যে কারণে ওই রাজ্যে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়।

যতদিন না আইনশৃঙ্খলাকে একটি স্থিতিশীল অবস্থায় আনা যায় ততদিন পর্যন্ত ওই রাজ্যের সমস্ত কাজকর্ম কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে চলতে থাকে। তবে কোনো রাজ্যের উপর সহজে ৩৫৫ ধারা প্রয়োগ করা যায়না, এই ধারা প্রয়োগ করতে গেলে সংসদের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠ সম্মতির প্রয়োজন হয়।

🔥আরও পড়ুনঃ-

👉 বাবার নামে জমি, ছেলে কি কৃষক সম্মান নিধির টাকা পাবে?

৩৫৬ অনুচ্ছেদ কি এবং তা কখন প্রয়োগ করা যায়?

কোন রাজ্যের মধ্যে ৩৫৬ অনুচ্ছেদ প্রয়োগ করতে গেলে প্রথমে ওই রাজ্যে কোন জরুরি অবস্থা দেখা গেলে এক মাত্র তখন সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনব্যবস্থা চালু করা যায় । এই রাষ্ট্রপতি শাসনকে ৩৫৬ অনুচ্ছেদে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে।

তবে ১৯৯৪ সালে সুপ্রিম কোর্টের একটি রায় অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের আগে ওই নির্দিষ্ট রাজ্যের উপর ৩৫৫ অনুচ্ছেদ প্রয়োগ করা উচিত। ৩৫৫ অনুচ্ছেদ প্রয়োগের পরেও যদি আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব না হয় তাহলে প্রয়োজন হলে অনুচ্ছেদে ৩৫৬ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করা উচিত।

৩৫৬ ধারা পশ্চিমবঙ্গের উপর কতবার প্রয়োগ করা হয়েছিল?

  • 1962 সালের 1 জুলাই মুখ্যমন্ত্রীর ড.বিধানচন্দ্র রায় -এর মৃত্যু পর 8 জুলাই 1962  সাল  মোট 7 দিন নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন না হওয়া পর্যন্ত।
  • 20 ফেব্রুয়ারি 1968 সাল থেকে 25 ফেব্রুয়ারি 1969 সাল পর্যন্ত মোট 1 বছর 5 দিন। পরপর দুটি জোট সরকারের পতনের জন্য রাষ্ট্রপতির শাসন জারি হয়।
  • 19 মার্চ 1970 সাল থেকে 2 এপ্রিল 1971 সাল পর্যন্ত মোট 1 বছর 14 দিন কংগ্রেস এবং সিপিআই (এম) যুক্ত সরকারের পতনের পর ৩৫৬ ধারা জারি হয়।
  • 28 জুন 1971 সাল থেকে 19 মার্চ 1972 সাল পর্যন্ত মোট 265 দিন আবার পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিআই (এম) যুক্তফ্রন্ট এর পতনের জন্য রাষ্ট্রপতির শাসন জারি হয়।
  • 30 এপ্রিল 1977   সাল থেকে 21 জুন 1977 সাল পর্যন্ত মোট 52 দিন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক থাকার সত্ত্বেও রাষ্ট্রপতির শাসন জারি হয়।

Leave a Comment