কৃষক সম্মান নিধি প্রকল্প চালু হবার পর থেকে দেশের প্রায় 12 কোটি কৃষক এই প্রকল্পে সুবিধা লাভ করে থাকে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংক একাউন্টে বছরে তিনটি কিস্তিতে মোট ছয় হাজার টাকা দেওয়া হয় । প্রকল্পটি চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত মোট তেরোটি কিস্তির টাকা দেয়া হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 14 তম কিস্তি টাকা, অতি শীঘ্র যত সম্ভব জুলাই মাসের মধ্যে কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকতে চলেছে। তবে সরকারের তরফ থেকে এই বিষয়ে কোন ঘোষণা করা হয়নি।
অনেক কৃষক রয়েছে যারা উত্তরাধিকার সূত্রে তার বাপ-ঠাকুরদার কাছ থেকে জমি পেয়েছে, জমিটি এখনো পর্যন্ত তার পূর্বপুরুষের নামে রেকর্ড রয়েছে। আবার এমন অনেক কৃষক রয়েছে যারা ভাগচাষী, দীর্ঘদিন যাবত অন্য কারোর জমি চাষ করার জন্য ওই কৃষক সেই জমির অধিকার সে পেয়েছে। এই সমস্ত কৃষকদের মনে প্রশ্ন আসে, অনেক কৃষকরা তো “কৃষক বন্ধু প্রকল্প” এবং “কৃষক সম্মান নিধি” প্রকল্পের টাকা পাচ্ছে , তারা কি কোন দিন এই সমস্ত প্রকল্পের টাকা পাবে বা টাকা পাবার জন্য কি পদক্ষেপ নিতে হবে?
বাবার নামে জমি, ছেলে কি কৃষক সম্মান নিধির টাকা পাবে?
এখানে বলে রাখি বাবার নামে জমি থাকলে উত্তরাধিকার সূত্রে তার ছেলেমেয়েরা কিন্তু কৃষক সম্মান নিধি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেনা। ভাগ চাষীদের ক্ষেত্রেও জমির রেজিস্ট্রি যদি জমির আগের মালিকের নামে থাকে, তাহলে ভাগচাষী কৃষক সম্মান নিধি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেনা। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে চাষীকে তার নামে জমির রেজিস্ট্রি করতে হবে, তবে তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবে।
🔥আরও পড়ুনঃ-
👉 Unnati Scholarship: পেতে পারেন ৩৫,০০০ টাকার বৃত্তি, আবেদন করেছেন তো?
কৃষক সম্মান নিধির লিস্টে আপনার নাম রয়েছে অথচ আপনি টাকা পাচ্ছেন না কি করবেন?
যে সমস্ত কৃষকদের সর্বাধিক ২ একর এর মধ্যে কৃষি জমি রয়েছে একমাত্র তারা এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা লাভ করে থাকে, অর্থাৎ প্রতি চার মাস অন্তর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে ঢুকবে।
সরকারের দেওয়া এই প্রকল্পের সুবিধার মাধ্যমে কৃষকরা খুবই উপকৃত হচ্ছে আবার এমন কৃষক রয়েছে তাদের কিষান সম্মান নিধি লিস্টে নাম থাকার সত্ত্বেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছেনা। এই সমস্ত কৃষকরা সহজে তাদের এই সমস্যাকে সমাধান করে নিতে পারবে।
ওই কৃষক বন্ধুকে সরকারের দেওয়া কিষান সম্মান নিধির অফিসিয়াল হেল্প নম্বরে ফোন করতে হবে। এই সমস্ত হেল্প নাম্বার গুলি হল-
টোল ফ্রি নম্বর ১৮০০১১৫৫২৬৬।
ল্যান্ডলাইন নম্বর ০১১-২৩৩৮১০৯২,
০১১-২৩৩৮২৪০১,
০১১-২৪৩০০৬০৬,
০১২০-৬০২৫১০৯।
এছাড়া কৃষকরা pmkisan-ict@gov.in তে মেইল করে তার সমস্যাকে জানাতে পারে।