রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL)। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাটি, ৬০টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইট wbpdcl.co.in তে।
পশ্চিমবঙ্গের যেকোন যোগ্য চাকরি প্রার্থীরা এই সমস্ত শূন্য পদের জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থী নিবার্চন হয়ে গেলে প্রার্থীর প্রশিক্ষণ চলবে। যেখানে প্রার্থীকে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের পদ্ধতি, কারা আবেদন করতে পারবে, কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে, আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য।
কোন কোন পদে নিয়োগ করা হবে এবং মোট কতো শূন্য পদ?
টেকনিশিয়ান অ্যাপেন্টিক (Graduate in Engineering) ও টেকনিশিয়ান অ্যাপেন্টিক (Diploma in Engineering) এই দুটি পোস্টে মোট ৬০টি শূন্য পদে নিয়োগ করা হবে। যেখানে টেকনিশিয়ান অ্যাপেন্টিক (Graduate in Engineering) ক্ষেত্রে মোট শূন্য পদ ৩০টি, আর টেকনিশিয়ান অ্যাপেন্টিক (Diploma in Engineering) এর ক্ষেত্রেও মোট শূন্য পদ ৩০টি। তবে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে, যা আপনারা নিচে দেওয়া অফিসিয়াল নোটিশে পেয়ে যাবেন।
🔥আরও পড়ুনঃ-
👉 ১১১টি শূন্যপদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করতে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা
শিক্ষাগত যোগ্যতা
টেকনিশিয়ান অ্যাপেন্টিক (Graduate in Engineering) পোস্টের জন্য আবেদনকারীকে AICTE স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা মাইনিং -তে স্নাতক হতে হবে।
টেকনিশিয়ান অ্যাপেন্টিক (Diploma in Engineering) পোস্টের জন্য আবেদনকারীকে AICTE স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি শিক্ষা পরিষদের কোন ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্সট্রুমেন্টেশনে ডিপ্লোমা কমপ্লিড করতে হবে।
মাসিক স্টাইপেন্ড
Apprenticeship Act, 1961 অনুযায়ী ট্রেনিং চলাকালীন, টেকনিশিয়ান অ্যাপেন্টিক (Graduate in Engineering) পোস্টের ক্ষেত্রে ৯০০০ টাকা এবং টেকনিশিয়ান অ্যাপেন্টিক (Diploma in Engineering) পোস্টের ক্ষেত্রে ৮০০০ টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমা
০১.০৭.২০২৩ অনুযায়ী টেকনিশিয়ান অ্যাপেন্টিক (Graduate in Engineering) পদের জন্য প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে, এবং টেকনিশিয়ান অ্যাপেন্টিক (Diploma in Engineering) পদের জন্য প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা
এই সমস্ত পোস্টের জন্য আবেদনকারীকে আগামী ১ আগস্ট থেকে ২১ আগস্ট ২০২৩ -এর মধ্যে NATS -র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন পদ্ধতি
প্রার্থীকে www.mhrdnats.gov.in তে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। সঠিক ভাবে সব তথ্য দিয়ে সাবমিট করলে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখতে পাবেন। অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে রাখতে হবে। পরবর্তীকালে WBPDCL এর ওয়েবসাইট www.wbpdcl.co.in গিয়ে প্রার্থীর আবেদনের স্ট্যাটাস জানতে পারবে।
নিয়োগ পদ্ধতি
ডিগ্রী অথবা ডিপ্লোমা কোর্সতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে যোগ্য প্রার্থীকে ডাকা হবে। ইন্টারভিউ এর সময় কাল WBPDCL এর ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
অফিসিয়াল নোটিশ: দেখুন/ডাউনলোড করুন
অফিশিয়াল ওয়েবসাইট: দেখুন