পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা যারা একটি ভাল চাকরির আশায় এখনো বসে আছেন, তাদের জন্য সুখবর কারণ পশ্চিমবঙ্গের রাশিবিজ্ঞান ডিপার্টমেন্টের তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী চাকরিপ্রার্থীরা এই নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য যে সমস্ত চাকরিপ্রার্থীরা সিলেক্ট হবেন তারা ভালো মানের মাইনে পাবে। এই নিবন্ধের মাধ্যমে পশ্চিমবঙ্গে রাশি বিজ্ঞান দপ্তরের নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
রাশিবিজ্ঞান দপ্তরের কোন পদে নিয়োগ করা হবে?
পশ্চিমবঙ্গের রাশি বিজ্ঞান দপ্তরের (Indian Statistical Institute) তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজেক্ট লিংকড পার্সন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।
রাশিবিজ্ঞান দপ্তরের প্রজেক্ট লিংকড পার্সন পদের মাসিক বেতন
এই পদের জন্য সরকার একটি মোটা মাইনের ব্যবস্থা করেছেন যেখানে চাকরিপ্রার্থীরা পেতে পারেন মাসিক ২৮ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত বেতন। এছাড়া সরকারি আরো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে।
রাশিবিজ্ঞান দপ্তরের প্রজেক্ট লিংকড পার্সন পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকতর ডিগ্রী থাকতে হবে, তবে প্রার্থী আবেদন করতে পারবে।
🔥আরও পড়ুন »
রাশিবিজ্ঞান দপ্তরের প্রজেক্ট লিংকড পার্সন পদের জন্য প্রার্থীর বয়সসীমা
আবেদনকারীকে ১ জুলাই ২০২৩ সাল এর হিসাব অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত ক্যাটাগোরির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
রাশিবিজ্ঞান দপ্তরের প্রজেক্ট লিংকড পার্সন পদের জন্য আবেদনের সময়সীমা
প্রার্থীকে রাশিবিজ্ঞান দপ্তরের ইমেইল মারফত আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আগামী ১৯শে জুলাই ২০২৩ এর মধ্যে রাশিবিজ্ঞানের দপ্তরের ইমেইল আইডিতে, ইচ্ছুক প্রার্থীরা তাদের ডিটেলস মেইল করে পাঠিয়ে দিতে।
রাশিবিজ্ঞান দপ্তরের প্রজেক্ট লিংকড পার্সন পদের জন্য আবেদন পদ্ধতি
এই আবেদন পর্বটি সম্পূর্ণ চলবে অনলাইনের মাধ্যমে, যোগ্য প্রার্থীকে মেল করে আবেদন করতে হবে।
প্রথমে পার্থীকে একটি নিজস্ব বায়োডাটা ফর্মাট তৈরি করে নিতে হবে, যার মধ্যে প্রার্থীর নাম, বাবার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, ক্যাটাগরি ইত্যাদি উল্লেখ করতে হবে।
আবেদনকারীকে নিজের ইমেইল আইডি মারফত আবেদন করলে ভালো হয় । যদি আবেদনকারী অন্য কোন ইমেল আইডি থেকে আবেদন করে, তাহলে আবেদনকারীর বায়োডাটাতে তার নিজস্ব ফোন নম্বর সহ ইমেইল আইডি দিতে ভুললে চলবে না।
এছাড়া আবেদনকারীকে প্রজেক্ট লিংকড পার্সন পোস্টের জন্য প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে, ওই নির্দিষ্ট ইমেইল আইডিতে বায়োডাটার সঙ্গে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট – https://www.isical.ac.in/
অফিসিয়াল বিজ্ঞপ্তি – দেখুন