৩০ জুন ২০২৩ তো পেরিয়ে গেল যাদের প্যান আধার লিঙ্ক এখন হয়নি তাদের কি হবে?

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
1/5 - (1 vote)

দুর্নীতি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে সরকার নানাবিধ পরিকল্পনা করে চলেছে। ক্রাইম থেকে শুরু করে রেশন বাবস্থা হোক বা ট্যাক্স বাবস্থা, ধীরে ধীরে সব ক্ষেত্রে দুর্নীতিকে দমনের লক্ষ্যে কেন্দ্র সরকার আধার কার্ড (Unique Identification Number) এর প্রচল করেছে।

সরকার 1 জুলাই 2017 সাল থেকে আর্থিক দুর্নীতি রুখতে, ফ্রিতে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্কের বাবস্থা করলেও অনেকে নাগরিক কিন্তু লিঙ্ক করেনি। তার পর সরকার এই লিঙ্কের জন্য ৫০০ টাকা জরিমানা ধার্য করে, পরবর্তীকালে সময়সীম আরো বাড়িয়ে করা হয় 31 মার্চ 2023 আর তার সঙ্গে 1000 টাকার জরিমানা ধার্য করে সরকার।

এমন অনেক নাগরিক আছে যারা এই সময়েও তাদের প্যান-আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে পারেনি, তাই লাস্ট ডেট আরো বাড়ানো হয় 30 জুন 2023 পর্যন্ত। আয়কর দপ্তর থেকে একটি নোটিস জারি করে বলা হয় যে এই নির্দিষ্ট তারিখের পরে প্যান কার্ডের এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে সেই প্যান কার্ডটি ল্যাপস হয়ে যাবে।

এবার অনেকের প্রশ্ন থাকতে পারে 30 জুন 2023 তো চলে গেছে এমন অনেক নাগরিক আছে যারা 30 জুন 2023 (pan aadhaar link last date 2023) তে প্যান-আধার লিঙ্কের চেষ্ঠা করেও লিঙ্ক করতে পারেনি, তাদের প্রেমেন্ট এখন বাকি আছে, তারা এখন টাকা প্রেমেন্ট করবে কিনা? বা যারা এখন প্যান আধার লিঙ্ক করেনি তারা কি আর কোনো দিন লিঙ্ক করতে পারবেনা? নিচে বিস্তারিত জানুন।

🔥আরও পড়ুনঃ-

👉 জাতীয় শিক্ষানীতি 2023, চালু হলো চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স! বাড়বে কি জটিলতা?

যাদের প্যান আধার লিঙ্ক এখন হয়নি তাদের কি হবে?

অনেকে ভাবছিল প্যান আধার লিঙ্ক এর সময় পেরিয়ে গেলেও সরকার আরো কিছুটা প্যান আধার লিঙ্ক এর সময়সীমা বাড়াবে, এবং জরিমানাকে ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা বা ১০০০০ টাকা করে দেবে, কিন্তু আয়কর দপ্তর থেকে নোটিসে বলা হয়েছে ৩০ জুন ২০২৩ এর মধ্যে যারা লিঙ্ক করবেনা তাদের প্যান কার্ড জুলাই থেকে অকেজো হয়ে যাবে।

যদি কোনো নাগরিক তার প্যান কার্ডটি এক্টিভ অর্থাৎ চালু করতে চায়, তাহলে তাকে আগের মতো ১০০০ টাকা ফাইন দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার মাস পরে আবার প্যান কার্ড এক্টিব হয়ে যাবে বলে জানিয়ে নোটিসটি । যে সমস্ত নাগরিক প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এর চেষ্টা করেছিলেন কিন্তু তাদের প্যান আধার লিঙ্ক সাকসেস হয়নি। তাদের জন্যেও স্পষ্ট নোটিস জারি করেছে আয়কর দপ্তর, তা নিচে আলোচনা করা হল।

প্যান আধার লিঙ্ক এর জন্য যারা প্রেমেন্ট করে দিয়েছে, অথচ প্রেমেন্ট সাকসেস হয়নি তারা কি করবে?

প্যান আধার লিঙ্ক এর জন্য যারা প্রেমেন্ট করেছে অথচ প্রেমেন্ট রিসিভ পায়নি বা ফেইল হয়েছে, অথচ টাকা রিফান আসেনি, আয়কর দপ্তর থেকে নোটিসের মাধ্যমে জানানো হয়েছে, দপ্তর ও ব্যাঙ্ক এই বিষয়টা খতিয়ে দেখবে, যারা টাকা রিফান পাবেনা তাদের লিঙ্ক হয়ে যাবে। 

প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে কি সমস্যা হতে পারে?

প্যান আধার লিঙ্ক না থাকলে সচেয়ে প্রথমে প্যান কার্ডটি (permanent account number) ল্যাপস অর্থাৎ অকেজো হয়ে যাবে । এক ব্যক্তি একাধিক প্যান কার্ড ব্যবহার করে কর ফাঁকি দেবার জন্য, তাদের সমস্ত ভুয়ো প্যান কার্ড গুলি নষ্ট হয়ে যাবে। ভারতের যে সমস্ত নাগরিক এখনো পর্যন্ত প্যান আধার লিঙ্ক করেনি তাদের ব্যাঙ্কে টাকা লেনদেনের ক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীনে পড়তে হবে।

Leave a Comment