ভারতকে কেন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়?
১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ই ডিসেম্বর ভারতীয় গণ-পরিষদের প্রথম অধিবেশন শুরু হলে ভারতের অর্ন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রি জওহরলাল নেহেরু যে লক্ষ্যমূলক প্রস্তাব (The objective Resolutions) পেশ করেন (১৩ই ডিসেম্বর, ১৯৪৬) তাতে ভারতকে ‘স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র’ রূপে অভিহিত করা হয়। ব্রিটিশ শাসন তখনও বজায় থাকলেও স্বাধীনতার পদধ্বনি শোনা যাচ্ছিল। তাই ভবিষ্যৎ ভারতের শাসনব্যবস্থার রূপরেখা ঐ লক্ষ্যমূলক প্রস্তাবের মধ্যে …