যে সমস্ত চাকরি প্রার্থীরা ব্যাঙ্কে চাকরি করার জন্য পস্তুতি নিচ্ছে তাদের জন্য সুখবর, কারণ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ১০০০ টি শূন্য পদে খুবই শীঘ্রই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে প্রার্থী আবেদন করতে পারবে।
এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়েস, আবেদনের সময় সীমা, পরীক্ষার সময়সীমা, সিলেবাস, পোস্টটিং, স্যালারি ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য।
প্রার্থীর আবেদনের সময়সীমা
এই কর্মী নিয়োগের জন্য আবেদন করা শুরু হয়ে গেছে জুলাইয়ের 1 তারিখ থেকে যা চলবে জুলাইয়ের ১৫ তারিখ (২০২৩) পর্যন্ত। অনলাইনে পার্থীকে আবেদন করতে হবে।
ব্যাঙ্কের এই পরীক্ষাটি কবে হবে?
এই পরীক্ষাটি অনলাইনে হবে, যা আগস্টের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রার্থীর বয়সের সর্বসীমা
৩১/০৫/২০২৩ অনুযায়ী প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী এস সি, এস টি, ও বি সি, এবং পি ডব্লিউ ডি প্রার্থীদের জন্য বয়সের ছার রয়েছে।
পরীক্ষায় কি কি সিলেবাস থাকবে?
পরীক্ষায় ব্যাঙ্কিং বিষয়ে প্রশ্ন থাকবে ৬০ নম্বরের, কম্পিউটার নলেজ প্রশ্ন থাকবে ২০ নম্বরের, প্রেজেন্ট ইকোনমিক্স সিনারিও এবং জেনারেল অ্যাওয়ারনেস এর প্রশ্ন থাকবে ২০ নম্বর, অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষার সর্বোচ্চ সময় সীমা থাকবে ৬০ মিনিট।
🔥আরও পড়ুনঃ-
👉 আবার রাজ্যে স্কুল ছুটির বিজ্ঞপ্তি, কবে খুলবে? বিস্তারিত জেনে নিন।
প্রার্থীর আবেদন ফ্রি কত টাকা?
এস সি, এস টি, পি ডব্লিউ ডি, এবং মহিলা প্রার্থীর জন্য ১৭৫ টাকা এবং সঙ্গে GST দিতে হবে । জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য ৮৫০ টাকা + GST ।
যোগ্য প্রার্থীর কোথায় পোস্টিং হবে?
ভারতবর্ষের যেকোনো জায়গার প্রার্থীর পোস্টিং হতে পারে।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে?
প্রার্থীকে যেকোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে, এবং সঙ্গে CAIIB (Certified Associate of Indian Institute of Bankers) কোর্সটি কম্প্লিড থাকতে হবে।
প্রার্থীর কাজের অভিজ্ঞতা
কোন প্রাইভেট ব্যাঙ্কে ৩ বছরে ম্যানেজার পোস্টের অভিজ্ঞতা থাকলে, কিংবা কোনো প্রাইভেট ব্যাঙ্কে ৬ বছরের গ্রুপ সি পদে কাজ করে থাকলে সেই প্রার্থী আগে সুযোগ পাবে।
ব্যাঙ্কের কোন পদে নিয়োগ করা হবে?
এখানে বিভিন্ন ক্যাটাগরির মোট ১০০০ জনকে ম্যানেজার পদে নিয়োগ করা হবে ।
বেতন কত হতে পারে?
এই পদের জন্য বেশ ভালো বেতন রয়েছে। যা শুরু হবে ৪৮১৭০ টাকা থেকে।
নিয়োগের বিজ্ঞপ্তিটি
আরো ডিটেলস তে জানতে হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে জারি করা বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হল- Read Now