আবার রাজ্যে স্কুল ছুটির বিজ্ঞপ্তি, কবে খুলবে? বিস্তারিত জেনে নিন।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

বিগত বেশ কয়েক দশক পর অতিরিক্ত গরমের কারণে স্কুল গুলিকে দীর্ঘদিনের ছুটি দেওয়ার পর কিছু দিন হল রাজ্যের সমস্ত স্কুল গুলি খুলেছে। এমতাবস্থায় হাতে মাত্র আর কয়েকটি দিন তারপর রাজ্যে একস্তরীয় পঞ্চায়েত ভোট। ভোট কর্মী থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার পদের জন্য এই সমস্ত স্কুলের শিক্ষক বা অশিক্ষক কর্মীকে নির্বাচন কমিশনার এই নির্বাচনের কাজে নিয়োগ করে থাকেন।

আর ভোট গণনার ক্ষেত্রেও অনেক শিক্ষক বা অশিক্ষক কর্মীকে কাজে লাগানো হয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্কুল কলেজ ছুটির আরেকটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে রাজ্যে আবার কবে স্কুল কলেজ খুলবে?

স্কুল কলেজ ছুটি পড়ার কারণ?

৮ই জুলাই পশ্চিমবঙ্গের একস্তরীয় পঞ্চায়েত ভোট, এই ভোট গ্রহণের জন্য প্রয়োজন হয় ভোট গ্রহণ কেন্দ্রের, স্কুল কলেজ গুলিকে ব্যবহার করা হয় ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে। ভোট গ্রহণের আগের দিন ভোট কর্মী পৌঁছে যেতে হয় তার নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে, যেহেতু স্কুল কলেজ গুলিকে ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়, তাই আর স্কুল কলেজ চালানো সম্ভব হয়না।

স্কুল কলেজ কতো দিন পর্যন্ত ছুটি থাকবে?

যেহেতু ৮ই জুলাই ভোট হচ্ছে তাই ভোট কর্মীকে ৭ই জুলাই ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে যেতে হবে তাই স্কুল কলেজ গুলি ৭ই জুলাই থেকে ছুটি পারছে। ৯ই জুলাই ভোটের পরের দিন রবিবার যা স্বাভাবিক ভাবে ছুটির দিন। ১১-র জুলাই অর্থাৎ মঙ্গলবার হল ভোট গণনার দিন, অনেক শিক্ষা প্রতিষ্টানকে ভোট গণনা কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় তাই বুধ বার অর্থাৎ ১২ জুলাই থেকে আবার যথাযথ ভাবে স্কুল কলেজ খুলবে।

🔥আরও পড়ুনঃ-

👉 MHRD Scholarship 2023: পড়ুয়ারা পেতে পারে ৩০০০ থেকে ২০০০০ টাকা, আবেদন পদ্ধতি

ভোট গ্রহণের ক্ষেত্রে স্কুল কলেজ গুলোকে আর কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে?

যখন রাজ্য জুড়ে একস্তরীয় নির্বাচন হয়। তখন রাজ্য গুলিকে ভোটের কাজে ব্যবহার করতে অনেক পুলিশ ফোর্সের প্রয়োজন হয়, যাতে সুষ্ট ভাবে নির্বাচনকে  সম্পূর্ণ করা যায়। অনেক ফোর্স অন্য রাজ্য বা কেন্দ্র সরকারের কাছে আবেদন করে আনতে হয়। সেই সমস্ত ফোর্স গুলির রান্না, খাওয়া, থাকার জন্য জায়গার প্রয়োজন হয়ে পরে। তাই অনেক সময় এই সমস্ত শিক্ষাপ্রতিষ্টান গুলিকে কাজে লাগানো হয় এই সমস্ত ফোর্স গুলির থাকার জায়গা হিসাবে।

ভোট পরবর্তীকালে কবে বেশি দিনের জন্য স্কুল ছুটি পরে?

২০ অক্টোবর ২০২৩ তে বাঙালীর শেষ্ঠ উৎসব দুর্গা পূজার শুরু, তাই এই সময় থেকে টানা অনেক দিনে পর্যন্ত স্কুল কলেজ ছুটি পরে। কারণ দুর্গা পূজার পরে ধাপে ধাপে লক্ষী পূজো, ছোট পূজো, কালী পূজো এবং ভাতৃ দ্বিতীয়া মতো অনুষ্ঠান গুলি চলতে থাকে তাই এই সময় স্কুল কলেজ গুলিতে প্রায় ১ মাসের মতো ছুটি পরে থাকে।

Leave a Comment