MHRD Scholarship 2023: পড়ুয়ারা পেতে পারে ৩০০০ থেকে ২০০০০ টাকা, আবেদন পদ্ধতি

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

কেন্দ্র, রাজ্য এবং বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি সংস্থার মাধ্যমে চালু করা স্কলারশিপ গুলি দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য প্রতি বছর আর্থিক সাহায্য প্রদান করে চলেছে।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের (MHRD) ভূমিকা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকারের এই দপ্তরটি প্রতি বছর দরিদ্র মেধাবী শিক্ষাত্রীদের জন্য বৃত্তি প্রদান করে চলেছে। দপ্তরটির তরফ থেকে (MHRD Scholarship 2023) এবছরের স্কলারশিপ ঘোষণা করেছে।

কেন্দ্রীয় সরকারের এই দপ্তর দুটি স্বতন্ত্র বিভাগের মাধ্যমে স্কুল শিক্ষার উন্নয়ন বিভাগ, সাক্ষরতার বিভাগ এবং উচ্চ শিক্ষার বিভাগের কাজ করে থাকে। এছাড়া স্কুল এবং কলেজের শিক্ষার মান উন্নয়নে জন্য শিক্ষাত্রীদের আর্থিক সাহায্য করে।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক (MHRD) দুই ধরনের বৃত্তি দিয়ে থাকেন একটি হল জাতীয় স্তরের, যেখানে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় বৃত্তি দেওয়া হয়, আর অপরটি বাহ্যিক স্তরের যেখানে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বিদেশীদের সহযোগিতায় বৃত্তি প্রদান করে থাকে।

এই পোস্টির মাধ্যমে আমরা জনাবো MHRD Scholarship এর আবেদনের প্রসেস, যেমন কারা আবেদন করতে পারবেন, কতো টাকা করে বৃত্তি দেওয়া হবে।

🔥আরও পড়ুনঃ-

👉 আপনার কি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে? আপনি সমস্যায় পড়তে পারেন!

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের (MHRD) স্কলারশিপ গুলি

এখানে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দ্বারা পরিচালিত স্কলারশিপ গুলির মধ্যে মূলত আমরা তিনটি প্রধান স্কলারশিপ নিয়ে আলোচনা করবো।

1) স্কলারশিপের কেন্দ্রীয় সেক্টর স্কিম (Central Sector Scheme of Scholarship)

এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষাত্রীকে ডিসিআই, এআইসিটিই আর এমসিআই স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। তবে শিক্ষাত্রীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে এবং শিক্ষাত্রীকে পড়াশোনা চালিয়ে যাবার সাথে সাথে তার দ্বাদশ শ্রেণীতে ৮০% নাম্বার থাকলে তবেই আবেদন করা যাবে।

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) অফিসিয়াল ওয়েবসাইটে জুলাই থেকে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। স্নাতক স্তরের শিক্ষাত্রী বার্ষিক অনুদান ১০ হাজার, স্নাতকোত্তর স্তরে ২০ হাজার এবং প্রফেশনাল কোর্সের ক্ষেত্রেত্ত ২০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

2) মাধ্যমিক শিক্ষার জন্য মেয়েদের জন্য জাতীয় স্কলারশিপ প্রকল্প (NSIGSE)

এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষাত্রীকে SC ও ST সম্প্রদায়ের মহিলা হতে হবে। ১৬ বছরের কম বয়েসের মেয়েরা এই স্কলারশিপের জন্য সেক্ষেত্রে মেয়েটিকে অবিবাহিত থাকতে হবে এবং অষ্টম শ্রেণীতে পাস করে নবম শ্রেণীতে পড়াশোনা করতে হবে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে (NSP) অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। যোগ্য মেয়েরা ৩ হাজার টাকা অনুদান পাবে।

3) ন্যাশনাল মেরিট স্কলারশিপ (National Means Cum Merit Scholarship)

এই স্কলারশিপে আবেদন করার জন্য পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকার নিচে থাকতে হবে এবং পড়ুয়াকে ৫৫ % নাম্বার পেয়ে সপ্তম শ্রেণীতে পাস করতে হবে। এই স্কলারশিপ দেবার কারণ যাতে পড়ুয়ারা দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারে। জুলাই থেকে অক্টোবরের মধ্যে পড়ুয়াকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) অনলাইনে আবেদন করতে হবে। যোগ্য পড়ুয়া বার্ষিক ৬০০টাকা করে অনুদান পাবে।

Leave a Comment