MES (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস) এর তরফ থেকে ১৭ জুলাই ২০২৩ তে একটি নোটিশ জারি করা হয়েছে যার Memo Number – B/20173/NAC/2020/E1C (1) । যেখানে উল্লেখকরা হয়েছে মোট 41822 টি শূন্য পদে মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক ডিগ্রিধারীদেরকে নিয়োগ করা হবে। এই সমস্ত পদের জন্য মোটা মুটি মাসিক ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা পর্যন্ত বেতন রয়েছে।
মোট ৭টি ক্যাটাগরিরতে বিভিন্ন যোগ্যতার প্রার্থীকে নিয়োগ করা হবে। এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন MES এর এই নিয়োগটি কোন কোন পোস্টের জন্য করা হবে, কোন পোস্টের জন্য কত শূন্য পদ রয়েছে, কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে, প্রার্থীকে কিভাবে সিলেকশন করা হবে সে বিষয়ে বিস্তারিত ধারনা।
কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং কত শূন্য পদ?
এই নিয়োগটি করা হবে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এর তরফ থেকে।
- আর্কিটেক ক্যাডারের গ্রুপ এ পোস্টে মোট ৪৪ জন কে নিয়োগ করা হবে।
- ব্যারাক এন্ড স্টোর অফিসার পোস্টে মোট ১২০ জনকে নিয়োগ করা হবে।
- সুপারভাইজার (ব্যারাক এন্ড স্টোর) পোস্টে মোট ৫৩৪ জনকে নিয়োগ করা হবে।
- ড্রঘম্যানের পোস্টের ক্ষেত্রে মোট 944 জন কে নিয়োগ করা হবে।
- স্টোর কিপার পোস্টের ক্ষেত্রে মোট ১০২৬ জনকে নিয়োগ করা হবে।
- মাল্টি টাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে মোট ১১৩১৬ জনকে নিয়োগ করা হবে।
- মেট পোস্টের ক্ষেত্রে মোট ২৭৯২০ জনকে নিয়োগ করা হবে।
অর্থাৎ মোট 41822 টি শূন্য পদে নিয়োগ করা হবে যেখানে মাল্টি টাস্কিং স্টাফ এবং মেট পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাশের প্রার্থীরা আবেদন করতে পারবে। মাল্টি টাস্কিং স্টাফ এবং মেট পোস্টে সবচেয়ে বেশি মোট ৩৯২৩৬ টি শূন্য পদে নিয়োগ করা হবে। তাই মাধ্যমিক পাশের চাকরি প্রার্থীদের কাছে একটি ভালো সুযোগ বলা চলে।
🔥আরও পড়ুনঃ-
👉 পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিমে প্রতি মাসে পেতে পারেন ৫,৩২৪ টাকা
আবেদনকারী প্রার্থীর বয়সসীমা
এই সমস্ত পোস্টের জন্য ১৮ থেকে ২৫ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবে, তবে বিশেষ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য বয়েসের ছাড় রয়েছে। 18 থেকে ২৫ বছরের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, ১৮ থেকে ৩০ বছরের মধ্যে এস সি এবং এস টি প্রার্থীরা আবেদন করতে পারবে। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৮ বছর পর্যন্ত রয়েছে।
প্রার্থী সিলেকশনের ধরন
এই শর্ট নোটিশে প্রার্থীর সিলেকশন সম্পর্কে অর্থাৎ লেখা পরীক্ষা বা ইন্টারভিউ কি ধরনের হবে তা নিয়ে বিস্তারিত কিছু বলা নেই। শীঘ্রই এর বড় নোটিশ পাবলিশ হলে আপনারা প্রার্থী সিলেকশন প্রসেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
তবে আগে হয়ে যাওয়া বিভিন্ন নিয়োগের তথ্য অনুযায়ী এই পোষ্টের আবেদনকারীদের রিটেন্ট টেস্ট, মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট দিতে হবে। এই ধাপ গুলি কমপ্লিট হয়ে গেলে পরবর্তীকালে মেডিকেল হবে এবং মেডিকেল হয়ে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। মোট ১০০ টি কোয়েশ্চেন থাকবে এবং ১০০ নম্বরের পরীক্ষা হবে।
কবে থেকে আবেদন করা যাবে
নোটিসে কবে থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে সে বিষয়ে কিছু বলা নেই। এটি একটি শর্ট নোটিশ, এর পরবর্তীকালে একটি বড় নোটিশ বার হবে। এই শর্ট নোটিশে বলা হয়েছে এই নোটিশ প্রকাশের এক সপ্তাহ পরে একটি ডিটেলস নোটিফিকেশন জারি করা হবে।
প্রার্থীর পোস্টিং কোথায় করা হবে?
সিলেক্টেড প্রার্থীকে বিভিন্ন কমান্ডে এই নিয়োগ গুলি করা হবে। যেখানে ইস্টার্ন, ওয়েস্টার্ন সহ মোট ৬ টি কমান্ড রয়েছে। এই সমস্ত কমান্ডের তরফ থেকে ডিটেলস নোটিফিকেশন জারি করা হবে খুবই শীঘ্রই। এই নিয়োগটি ২০২২ সালে ২২ শে জুলাই থেকে হবার কথা ছিল যেটি ২০২৩ এ ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে।
অফিসিয়াল নোটিফিকেশন – পড়ুন