পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিমে প্রতি মাসে পেতে পারেন ৫,৩২৪ টাকা

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

আমরা অনেকে পোস্ট অফিসের টাকা রাখার স্কিম সম্পর্কে খুবই কম জানি। কারণ বেশির ভাগ ভারতীয় নাগরিক তাদের জমানো টাকার বেশির ভাগটা ব্যাঙ্কে বা কোনো ইনসুরেন্স কোম্পানিতে রাখে। পোস্ট অফিসে এমন অনেক গুলি স্কিম রয়েছে যেখানে নাগরিকদের ব্যাঙ্কের থেকেও বেশি সুবিধা দিয়ে থাকে। 

মাসিক ইনকাম স্কিম হল তাদের মধ্যে একটি যেখানে নাগরিকরা বেশ কিছু টাকা রেখে প্রতি মাসে ৫,৩২৪ টাকা করে সুদ পেতে পারে। আমরা এই নিবন্ধের মাধ্যমে আপনাদেরকে জানাবো পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম কি, সর্বোচ্চ কত টাকা রাখা যায়, কত বছরের জন্য এই স্কিম, এবং কত শতাংশ এর ইন্টারেস্ট।

পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম কি (Post Office Monthly Income Scheme)?

পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম হল এমন একটি স্কিম (MIS) যেখানে আপনি আপনার সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য রাখতে পারেন। ব্যাঙ্ক বা অন্যান্য সেক্টরের থেকে এখানে বেশি ইন্টারেস্ট পাবেন। বর্তমানে এর ইন্টারেস্ট রেট ৭.১% ।

এই স্কিমে টাকা রেখে আপনি প্রতি মাসে এর ইন্টারেস্টকে তুলতে পারবেন। যেখানে ব্যাঙ্ক বা অন্যান্য সেক্টরের ক্ষেত্রে ভালো ইন্টারেস্ট পেতে গেলে সর্বোচ্চ তিন বছরের জন্য এম আই এস করা যায় সেখানে পোস্ট অফিসে আপনারা সর্বোচ্চ ৫ বছরের জন্য এম আই এস (Post Office Monthly Income Scheme) করতে পারবেন।

🔥আরও পড়ুনঃ-

👉 Land Aadhaar Link: সমস্যা এড়াতে এখনি আপনার জমির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নিন।

পোস্ট অফিসমাসিক ইনকাম স্কিমে যেভাবে টাকা রাখা হয়

এই স্কিম চালুর সময় সর্বাধিক ৪.৫ লক্ষ টাকা ৭.১% হারে সুদে ৫ বছরের জন্য রাখা যেত, পরবর্তীকালে এই খাতে টাকা জমানোর পরিমান বাড়িয়ে করা হয়ে ছিল ৯ লক্ষ টাকা। কিন্তু ২০২৩ এর কেন্দ্রীয় বাজেটে স্থির করা হয়েছে, এখন সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করা যাবে।

যেখানে ৪.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসে ২,৬৬২ টাকা করে এর ইন্টারেস্ট পাবেন। ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাবেন ৫,৩২৪ টাকা এবং ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসে পাবেন ৮,৮৭৫ টাকা করে।

কারা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে টাকা রাখতে পারবে?

এখানে ভারতের সমস্ত নাগরিক এই স্কিমে টাকা রাখতে পারবে। নাবালক হোক বা বৃদ্ধা, একক ভাবে হোক বা যৌথ ভাবে। নাবালকের ক্ষেত্রে তার অভিভাবকের নামে স্কিমটি চালু করতে হবে। 

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের ক্ষেত্রে বিনিয়োগের ধরণ

৫ বছরের জন্য এই স্কিমটি। যদি কেউ মনে করে আবার রিনিউ করবো তাহলে সে করতে পারবে সেক্ষেত্রে ইন্টারেস্ট তখন কার ইন্টারেষ্ট হিসাবে টাকা কম বা বেশি হতে পারে। মেয়াদপূর্তির আগে যদি কেউ টাকা তুলে নিতে চায় বা টাকা ইনভেস্টকারী মারা যায় সে ক্ষেত্রে টাকা তুলে নেওয়া যাবে। সেক্ষেত্রে কিছু টাকা কেটে নিয়ে পোস্ট অফিস তবে টাকা ফেরৎ দেবে।

Leave a Comment