সরকারি চাকরি প্রার্থীদের জন্য একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে সুখবর। এই কেন্দ্র সরকারি স্কুলের তত্ত্বাবধানে মোট ১১৩২ টি শূন্য পদে ক্লার্ক নিয়োগ করতে চলেছে, যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে।
এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই পোস্ট গুলির জন্য প্রার্থীর কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে, কত টাকা বেতন হবে, আবেদন কোথা থেকে করা যাবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য।
নিয়োগটি কোন কোন পদের জন্য করা হবে?
একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে এই নিয়োগটি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট (লোয়ার ডিভিশন ক্লার্ক এর সমতুল্য) এবং ল্যাব এসিস্ট্যান্ট পোস্টের জন্য করা হবে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট -এর ক্ষেত্রে এর মোট শূন্য পদ ৭৫৯ টি, এবং ল্যাব এটেনডেন্ট এই পোস্টের জন্য মোট শূন্য পদ ৩৭৩ টি।
জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীর যোগ্যতা
প্রার্থীর বয়স
এই পদের জন্য, প্রার্থী যদি জেনারেল ক্যাটাগরীর হয় তাহলে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এস সি, এস টি -রা পাঁচ বছর বয়েসের ছাড় পাবে, এছাড়া ওবিসিরা পাবে তিন বছরের ছাড়।
জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে যেকোনো শাখায় অর্থাৎ আর্টস, কমার্স বা সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া আবেদনকারীর টাইপিং জানতে হবে যেখানে ইংরেজি টাইপিং এর ক্ষেত্রে মিনিটে ৩৫ টি ওয়ার্ড, এবং হিন্দির ক্ষেত্রে ৩০ টি ওয়ার্ড/মিনিট টাইপের গতি থাকতে হবে।
বেতন
জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এই পোষ্টের জন্য লেভেল টু -এর স্যালারি দেওয়া হয়, এখানে ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা পর্যন্ত বেতন পাবে। যা প্রায় ৩২ হাজার থেকে ৩৪ হাজার টাকা পর্যন্ত মাসে বেতন হতে পারে।
পরীক্ষার ধরন
এখানে মোট ১২০ নম্বরে mcq টাইপের প্রশ্ন থাকবে, যেখানে রিজনিং এবিলিটি থাকবে ১৫ নম্বরে, জেনারেল এওয়ারনেস থাকবে ১৫ নম্বরের, ল্যাঙ্গুয়েজ কম্পেন্সি টেস্ট থাকবে ৩০ নম্বরে, সাবজেক্ট স্পেসিফিক নলেজ থাকবে 60 নম্বরে। এই পরীক্ষাটির সময় থাকবে আড়াই ঘন্টা।
🔥আরও পড়ুনঃ-
👉 SBI Asha Scholarship: স্টেট ব্যাঙ্ক দিচ্ছে শিক্ষার্থীদের স্কলারশিপ। জানুন বিস্তারিত
ল্যাব এসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীর যোগ্যতা
প্রার্থীর বয়স
ল্যাব এসিস্ট্যান্ট পদের জন্য জেনারেল ক্যাটাগরীর প্রার্থীর বয়স 30 বছবের মধ্যে থাকতে হবে। এস সি ও এস টি -রা ৫ বছরের ছাড় পাবে এবং ওবিসিদের ক্ষেত্রে তিন বছরের ছাড় রয়েছে।
ল্যাব এসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাসের সঙ্গে ল্যাবরেটরি টেকনিকের উপর সার্টিফিকেট অথবা ডিপ্লোমা থাকতে হবে।
অথবা,
প্রার্থীকে কোন প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
বেতন
ল্যাব এটেনডেন্ট পোস্টের জন্য লেভেল ওয়ান এর সেলারি দেওয়া হয়, যেখানে ১৮ হাজার থেকে ৫৬ হাজার ৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। কেন্দ্র সরকারের এই বেতন যা শুরুতে কোন চাকরিজীবির প্রায় ৩২ হাজার টাকা মাসিক বেতন হতে পারে।
পরীক্ষার ধরন
জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট এর ক্ষেত্রে mcq টাইপের প্রশ্ন থাকবে, মোট ১৩০ নম্বরের পরীক্ষা হবে।পাঁচটি বিষয়ে এই পরীক্ষাটি হবে, যেখানে রিজিনিং এবিলিটি ২০ নম্বর, কোয়ান্টিটি অ্যাপটিটিউট ২০ নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস ৩০ নম্বর, ল্যাঙ্গুয়েজ কমপ্লিটেন্সি টেস্ট ৩০ নম্বর, আর বেসিক নলেজ অফ কম্পিউটারের প্রশ্ন থাকবে ৩০ নম্বরের । পরীক্ষার্থীরা মোট আড়াই ঘন্টা সময় পাবে।
প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদেরকে দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য ডাকা হবে। যেখানে প্রার্থীকে ৫০ নম্বরের টাইপিং টেস্ট সহ কম্পিউটারের পরীক্ষা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে প্রার্থীকে ২০ নম্বর পেতে হবে।
এই পরীক্ষাগুলিতে নেগেটিভ মার্কিন রয়েছে যেখানে চারটি প্রশ্ন ভুলের জন্য এক নম্বর করে কাটা হবে।
আবেদনের শেষ তারিখ ৩১/০৭/২০২৩
অফিসিয়াল নোটিশ – দেখুন
আবেদন করার লিঙ্ক – দেখুন