মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত 1 লক্ষ 25 হাজার পদে সরকারি কর্মচারি নিয়োগের পক্রিয়া শুরু হয়েগেছে। ইতি মধ্যে স্বাস্থ্যকর্মী, বিডিও অফিসের কর্মী, কলকাতা পুলিশের বিভিন্ন পদে নিয়োগ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কন্যাশ্রী প্রকল্পের সহায়ক ইত্যাদি পদের জন্য অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এবার বড় ঘোষনা রাজ্যে মোট 23 হাজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে। যেখানে পশ্চিমবঙ্গে বসবাসকারী যেকোন যোগ্য মহিলা এই পোস্ট গুলির জন্য আবেদন করতে পারবে। চলুন জানা যাক ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ বয়সসীমা, আবেদনের পদ্ধতি, প্রার্থী নির্বাচনের পদ্ধতি, এবং বেতন সম্পর্কে।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
রাজ্য সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি অথবা মাধ্যমিক পাস হলে চলবে। ICDS অঙ্গনওয়াড়ি কর্মী জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে, এবং ICDS সহায়িকার পদের ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস। আরো বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশের পরে জানা যাবে।
আবেদনকারীর বয়সসীমা
আবেদনকারীকে 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হলে সরকারি নিয়ম অনুযায়ী বয়েসের ছাড় পাবে।
🔥আরও পড়ুনঃ-
👉 Calcutta High Court Recruitment: উচ্চমাধ্যমিক পাসে কলকাতা হাইকোর্টে নিয়োগ
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার বেতন
ICDS অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে প্রতি মাসে 9600 টাকা এবং ICDS সহায়িকাদের ক্ষেত্রে প্রতি মাসে 6400 টাকা করে বেতন দেওয়া হবে।
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
প্রার্থীর জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড, সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), পাসপোর্ট সাইজের ফটো, সাদা কাগজে লেখা প্রার্থীর সিগনেচার, স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য আবেদন পদ্ধতি
এই দুটি পদের জন্য প্রার্থীকে এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.pscwbapplication.in তে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে প্রার্থীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। পরবর্তীকালে লগিং আই ডি ও পাসওয়ার্ড দিয়ে লগিং করতে হবে।
এবার অন স্কিনে একটি ফর্ম দেখা যাবে, প্রার্থীকে তার সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। ফর্ম ফিলাপ হয়ে গেলে প্রার্থীর প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে। ফর্মটি সাবমিট করার পর প্রয়োজনীয় ফি জমা করে দিলে আবেদন পক্রিয়াটি কমপ্লিড হয়ে যাবে।
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নির্বাচনের প্রক্রিয়া
প্রথমে প্রার্থীদেরকে একটি লিখিত পরীক্ষা বসতে হবে, লিখিত পরীক্ষায় পাস করলে তবে প্রার্থীকে ইন্টারভিউ -এর জন্য ডাকা হবে, আর ইন্টারভিউতে পাস করে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশন করে প্রার্থীকে কাজের জন্য নিয়োগ করা হবে।