সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন সুখবর। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ অফ কলকাতা হাইকোর্ট পোর্ট ব্লেয়ার এর তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে উচ্চমাধ্যমিক পাসে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। যার আবেদন পক্রিয়াটি গত 20 জুলাই থেকে শুরু হয়েগেছে।
যোগ্য প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। চলুন জানা যাক এই সমস্ত পোস্ট গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, মাসিক বেতন কত হতে পারে, প্রার্থী নির্বাচন কিভাবে হবে, এবং প্রার্থী কিভাবে আবেদন করবে।
আবেদনের সময়সীমা
১৯শে জুলাই এই নিয়োগের অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হবার পরে, ২০ -র জুলাই থেকে এর আবেদন গ্রহণের কাজ অনলাইনে চলছে, যা আগামী মাসের ৩ -রা আগস্ট পর্যন্ত চলবে।
প্রার্থীর বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। যদি প্রার্থী সংরক্ষিত বিভাগের হয় তাহলে SC/ST /PWD -রা সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছরের ছাড় পাবে, এবং OBC প্রার্থীরা পাবে ৩ বছরের ছাড়।
কোন পদে নিয়োগ করা হবে?
প্রার্থীকে স্টেনোগ্রাফার অথবা পিএ পদের জন্য নিয়োগ করা হবে।
🔥আরও পড়ুনঃ-
👉 WBPDCL Notification 2023: ৬০টি শূন্য পদে রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
যোগ্যতা
প্রার্থীকে সরকারি স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। শর্টহ্যান্ডে মিনিটে 120টি শব্দ এবং মিনিটে 30টি শব্দ টাইপরাইটিং স্পীড থাকতে হবে। এছাড়া প্রার্থীর যদি কম্পিউটারের কাজে দক্ষতা থাকে তাহলে অগ্রাধিকার পাবে।
বেতন
এই পোস্টের ক্ষেত্রে প্রার্থী মাসিক 32,500 টাকা বেতন পাবে। প্রার্থীকে দু-বছরের জন্য চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে, এবং মেয়াদ শেষে প্রয়োজনে স্থায়ীকারণ করা হতে পরে।
নির্বাচন পদ্ধতি
প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোট 610 নম্বরের পরীক্ষা হবে। যেখানে টাইপরাইটিং ও সাংবিধানিক নিয়মের পরীক্ষা হবে 600 নম্বরে এবং 10 নম্বরের ইন্টারভিউ। 5 মিনিটের শর্টহ্যান্ডে কম্পিটিটিভ টেস্ট হবে। সেক্ষেত্রে প্রার্থীকে মিনিটে 120 শব্দ তুলতে হবে, এবং 10 মিনিট থাকবে ভুল সংশোধনের জন্য।
আর কম্পিউটারে টাইপরাইটিং -এর পরীক্ষা হবে 20 মিনিটের জন্য, যেখানে প্রার্থীকে মিনিটে 30টি শব্দ তুলতে হবে। এই পরীক্ষা গুলিতে পাস করলে প্রার্থীকে ডাকা হবে 10 নম্বরের ইন্টারভিউয়ের জন্য।
প্রার্থীর আবেদনের পক্রিয়া
আন্দামান সরকারের হাইকোর্ট কলকাতা, আর এটি কলকাতা হাইকোর্টের জন্য নিয়োগ করা হবে। প্রার্থীকে অনলাইনে আবেদন করার জন্য আন্দামান সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.andaman.gov.in তে রিক্রুটমেন্ট লিঙ্কে অথবা সরাসরি https://erecruitment.andaman.gov.in/crap তে যেতে হবে। আবেদন করার জন্য প্রথমে নোটিশে দেওয়া নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন পত্রটিকে ফিলাপ করতে হবে এবং সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে 3 অগস্ট রাত 11 টার মধ্যে সাবমিট করতে হবে।
অফিসিয়াল নোটিশ: দেখুন/ডাউনলোড করুন