Aadhar Card Photo Update: আধার কার্ডের ছবি পছন্দ নয়! কি করে চেঞ্জ করবেন?

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

ভারতের নাগরিকদের নাগরিকত্বের নথিপত্র হিসেবে আধার কার্ডের জুড়ি মেলা ভার। গত ২৭ জুন ২০২৩ তে জন্ম ও মৃত্যু শংসাপত্র রেজিষ্টেশনের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতা মূলক নয়, কেন্দ্র সকারের এই ঘোষনার আগে পর্যন্ত জন্ম ও মৃত্যু, চাকরির ও কলেজ পরীক্ষা ইত্যাদি সবকিছুতেই আধার কার্ড ছিল বাধ্যতা মূলক।

সরকার সবরকম দুর্নীতি রুখতে ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এমনকি মোবাইল নাম্বারের সঙ্গেও আধার লিঙ্ক বাধ্যতা মূলক করেছে। এর মাধ্যমে সরকারের খুবই সুবিধা হয়েছে কেবল মাত্র পশ্চিমবঙ্গতে ২ লক্ষ ভুয়ো রেশন কার্ড ধারা সম্ভব হয়েছে, এই রেশন কার্ড ও আধার কার্ড এর লিঙ্ক এর মাধ্যমে।

আধার কার্ড হল নাগরিকদের এমন একটি পরিচয়পত্র (Identity Card) যেখানে নাগরিকের ১০ টি আঙুলের ফিঙ্গার প্রিন্ট এবং দুটি চোখের লেন্সকে স্ক্যান করে এর নথি সরকারের নিদিষ্ট স্থানে জমা থাকে। যে কারণে ভোটার কার্ড এর মতো অন্য পরিচয়পত্রের তুলনায় এই কার্ডের গুরুত্ব অনেকটা বেশি।

নাগরিকরা যখন আধার কার্ড তৈরি করে ছিল, তখন দ্রুত অনেক মানুষের একসঙ্গে আধার কার্ড তৈরি করার কারণে ছবি গুলিকে ভালো ভাবে তোলা হয়নি। এছাড়া আধার কার্ড চালু হবার অনেক দিন পর নাগরিকদের মুখমন্ডল অনেকটা পরিবর্তন হয়েছে। তাই অনেকের মনে প্রশ্ন আসে যদি ফটোটা চেঞ্জ করা যেত।

🔥আরও পড়ুনঃ-

👉 ৩০ জুন ২০২৩ তো পেরিয়ে গেল যাদের প্যান আধার লিঙ্ক এখন হয়নি তাদের কি হবে?

আধার কার্ডের ছবি কি করে চেঞ্জ করবে(Step by Step)?

আগে নাগরিকদের আধার কার্ডের ছবি পরিবর্তন করার কোনো সুযোগ না থাকলেও, এখন প্রতিটি নাগরিক অনায়াসে তাদের আধার কার্ডের ছবিকে ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবে। আধার কার্ডের ছবি পরিবর্তন করতে গেলে আমাদের দেওয়া নিচের স্টেপ গুলিকে অনুসরণ করতে হবে, তবে নাগরিকরা তাদের আধার কার্ডের ছবিকে পরিবর্তন করতে সফল হবে।

১) প্রথমে নাগরিককে আধার অর্থাৎ UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in তে যেতে হবে।

২) এর পর English ভাষাকে বেছে নিতে হবে।

৩) হোমপেজের My Aadhaar এর মধ্যে Get Aadhaar অপশনটিতে ক্লিক করতে হবে।

৪) Book an Appointment অপশনে ক্লিক করতে হবে।

৫) Book an Appointment at UIDAI run Aadhaar Seva Kendra অপশনটি থেকে নাগরিকের নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি Select করতে হবে।

৬)  তিনটি অপশন খুলে যাবে যেখানে নাগরিককে Aadhaar Update বেছে নিতে হবে, এর পর মোবাইল নম্বর চায়বে, নাগরিককে আধার লিঙ্ক মোবাইল নম্বরটি দিতে হবে ।

৭) মোবাইল ফোনে OTP আসবে। OTP দিয়ে Verification সম্পূর্ণ করতে হবে।

৮) Verification শেষ হলে একটি ফর্ম আসবে। ফর্মটিতে নাগরিকের নাম, আধার নম্বর, রাজ্য, নাগরিকত্ব ইত্যাদি দিয়ে পূরণ করে Submit করতে হবে।

৯) আরো কিছু তথ্য দিয়ে কাজটি সম্পূর্ণ করতে হবে।

১০) ফটো পাল্টানোর জন্য Biometric অপশনটি ক্লিক করতে হবে।

১১) এরপর Time Slot Book তে নাগরিকের সুবিধা মতো সময় ও তারিখ বেছে নিয়ে Appoinment Book করতে হবে।

১২)  ১০০ টাকা Payment করতে হবে।

১৩) নাগরিকের বুকিং ডকুমেন্টটি Print Out বের করে আধার সেবা কেন্দ্রে সময়মতো চলে গেলে পরবর্তী প্রসেস সেখানে সম্পন্ন হবে।

১৪) আধার সেবা কেন্দ্রে নাগরিকের কাজ সম্পূর্ণ হলে স্লিপ ও একটি লিঙ্ক দিয়ে দেবে নতুন ছবি আপডেটের প্রসেস কমপ্লিড হবার জন্য ৯০ দিন অপেক্ষা করতে হবে।

১৫) আপডেট হয়ে গেলে লিঙ্কে ক্লিক করে আধার কার্ড ডাউনলোড (Download) করতে হবে।

Leave a Comment