আপনি কি ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতে চান? তাহলে আপনার জন্য খুশির খবর রয়েছে। ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফ থেকে উচ্চমাধ্যমিক পাশে 3500 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগটি করা হবে ২০২৩-২৪ এর অগ্নিবীর পোস্টে। ইচ্ছুক আবেদনকারীকে 17 ই আগস্ট ২০২৩ এর মধ্যে আবেদন করতে হবে।
এই পোস্টের জন্য ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে, যেখানে ছেলেদের উচ্চতা ১৫২.৫ cm এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা ১৫২ cm হতে হবে। এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই পোস্টের জন্য কিভাবে আবেদন করবেন এবং সিলেকশন প্রসেস কেমন হবে।
উচ্চমাধ্যমিক পাশে সেনাবাহিনীতে 3500 শূন্য পদে নিয়োগ
সাইন্স, আর্ট ও কমার্স যে কোন শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেটি চলবে ১৭ই আগস্ট ২০২৩ পর্যন্ত। এর পরীক্ষাটি হবে ১৩ই অক্টোবর ২০২৩ তে।
২৭ শে জুন ২০০৩ সাল থেকে ২৭ শে ডিসেম্বর ২০০৬ সাল পর্যন্ত যাদের জন্ম একমাত্র তারা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবে।
🔥আরও পড়ুন »
👉 সক্ষম স্কলারশিপ: পড়ুয়ারা পাবে ৫০,০০০ টাকার আর্থিক সহায়তা
সেনাবাহিনীতে নিয়োগে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
১. সায়েন্সের যে সমস্ত ছেলে-মেয়েরা এই পোস্টে আবেদন করতে ইচ্ছুক, তাদের সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফিজিকস এবং ইংলিশ থাকতে হবে আর হাই সেকেন্ডারিতে ৫০% নাম্বার পেয়ে পাস করতে হবে। এছাড়া ইংরেজিতে ৫০% নাম্বার থাকতে হবে।
২. যদি কারোর ডিপ্লোমা করা থাকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটো মোবাইল, কম্পিউটার সাইন্স, ইন্সট্রুমেন্টটেশন ও টেকনোলজি ইনফরমেশন টেকনোলজিতে তাহলে আবেদন করা যাবে ।
৩. দু-বছরের ভোকেশনাল কোর্স করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে।
৪. এছাড়া কমার্স অথবা আর্টস শাখাতে যদি ৫০% নাম্বার থাকে এবং ইংরেজি সাবজেক্টে যদি ৫০% নাম্বার থাকে তাহলে আবেদন করা যাবে।
৫. যদি দু-বছরের ভোকেশনাল কোর্স করা থাকে, এবং মিনিয়াম ৫০% নাম্বার নিয়ে পাস করে, এছাড়া ইংরেজি সাবজেক্টে যদি ৫০% নাম্বার থাকে তাহলে আবেদন করা যাবে।
আবেদনকারীর ফিজিক্যাল ফিটনেস
ছেলেদের ক্ষেত্রে
৭ মিনিটে দেড় কিলোমিটার দৌড়াতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে ৮ মিনিটে দেড় কিলোমিটার দৌড়াতে হবে।
ছেলেদের ক্ষেত্রে দশটি পুশ আপ এক মিনিটে কমপ্লিট করতে হবে। যেটি দৌড় কমপ্লিট হওয়ার ১০ মিনিট পরে এই পরীক্ষাটি হবে।
১০ টি সিট আপ দিতে হবে ১ মিনিটে, যেটি ১০ টি পুশ আপ কমপ্লিট করার ২ মিনিট পরে এই পরীক্ষাটি নেওয়া হবে।
২০ টা স্কোয়াটস রয়েছে ১ মিনিটে যেটি কমপ্লিড করতে হবে 10 টি সিটাপ কমপ্লিট করার ২ মিনিট পারে ।
মেয়েদের ক্ষেত্রে
১০টি সিটাপ রয়েছে ১.৫ মিনিটে যেটি নেওয়া হবে তাদের দৌড়ানো কমপ্লিট হওয়ার 10 মিনিট পরে, এবং 15 টি স্কোয়ার্ড রয়েছে ১ মিনিটে, এই টেস্টটি নেওয়া হবে ১০ টি সিট আপ কমপ্লিট হওয়ার ২ মিনিট পরে।
লেখা পরীক্ষার প্রশ্নের ধরণ
যারা সায়েন্স গ্রুপ থেকে এই পদের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে ৬০ নম্বরের পরীক্ষা দিতে হবে। উচ্চ মাধ্যমিক স্টান্ডারে ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং ইংলিশ সাবজেক্টে উপর প্রশ্ন থাকবে।
সাইন ছাড়া অন্য ক্যাটাগরির আবেদনকারীদের ৪৫ নম্বরের পরীক্ষায় বসতে হবে। যেখানে ইংরেজি সাবজেক্ট থাকবে উচ্চমাধ্যমিক স্ট্যান্ডারে এছাড়াও রিয়েসনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এর প্রশ্ন থাকবে । ভুল প্রশ্নের কাট অফ মার্ক রয়েছে ০.২৫।
এই পোস্টে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট https://agnipathvayu.cdac.in/AV/