পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

চাকরি প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে একটি সুখবর এসেছে। রাজ্য সরকারের এই দপ্তরটি চুক্তি ভিত্তিক কর্মচারি নিয়োগ করতে চলেছে। যেখানে এই রাজ্যে বসবাসকারী সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে।

এর আগে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য বেশ কিছু বিজ্ঞপি প্রকাশ করেছে এবং বেশ কিছু বিজ্ঞপি প্রকাশ হতে চলেছে। এবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চুক্তি ভিত্তিক এই নিয়োগটি বেশ কিছু চাকরিপ্রার্থীর জন্য সুবর্ণ সুযোগ হতে চলেছে।

চলুন জানা যাক কোন কোন পোস্টে এই নিয়োগটি করা হবে, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, কিভাবে আবেদন করা যাবে, কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, কিভাবে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত হতে পারে ইত্যাদি বিষয়ে।  

কবে থেকে আবেদন করা যাবে?

প্রার্থীকে ১ অগস্ট ২০২৩ বেলা ১১টা থেকে ১০ অগস্ট ২০২৩ এর মধ্যে অনলাইনে এই দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

আবেদনকারীর বয়স

চুক্তি ভিত্তিক এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

এই নিয়োগটি দুটি শূন্যপদে করা হবে। রাজ্য সরকারের NVBDCP -এর সিডি এবং ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট পিএইচ পদে চুক্তি ভিত্তিক নিয়োগটি হবে।

বেতন কেমন হতে পারে?

এই পদ দুটির জন্য ভালো মানের বেতন দেওয়া হবে। যেখানে মাসিক বেতন ৪০ হাজার টাকা হতে পারে।

🔥আরও পড়ুনঃ-

👉 ICDS Recruitment 2023: রাজ্যে 23 হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

প্রার্থীর কেমন যোগ্যতা লাগবে?

প্রার্থীকে জীবন বিজ্ঞান, এন্টোমোলজি এবং প্রাণিবিদ্যার এর মধ্যে যে কোন একটি  বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সেই সঙ্গে পিএইচডি ডিগ্রি থাকলে তবে আবেদন করা যাবে।

প্রার্থীকে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও সংস্থায় স্বাস্থ্য প্রকল্পে, কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ন্যাশনাল হেল্থ মিশনের অধীনে কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।

আবেদনের পক্রিয়া

প্রার্থীকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, তার জন্য প্রার্থীকে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন পক্রিয়াটি কমপ্লিড করতে হবে। অনস্কিনে ফর্মটিতে প্রার্থীর যাবতীয় তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট উপলোড করে সাবমিট করতে হবে।

প্রার্থী নিয়োগ পক্রিয়া

প্রার্থীর কম্পিউটার নলেজ ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Hey, My Name is Priyanka From Diamond Harbour, West Bengal & I Have Been Blogging Since 3 Years Ago. I Have 10+ Websites Which I Manage by Myself. I completed my graduation in philosophy.

Leave a Comment