সেন্টার কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপে শিক্ষার্থীরা পেতে পারে সর্বোচ্চ ৯০০০ টাকা

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

ভারত বৈচিত্র্যময় এক দেশ, এখানে নানা জাতি, নানা মত এবং নানা ভাষার মানুষেরা বসবাস করে, যাদের আলাদা আলাদা সংস্কৃতিও রয়েছে। সরকার এবং বিভিন্ন সংস্থার তরফ থেকে এই সমস্ত শিল্প ও সংস্কৃতিকে যাতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বহন করতে পারে, তার জন্য আর্থিক সাহায্য করা হয়।

ভারত সরকারের অধীনস্ত সংস্কৃতি মন্ত্রক যার নাম সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং (CCRT) একটি স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে 10 থেকে 14 বছর বয়সী তরুণদেরকে তাদের সাংস্কৃতিকে লালন পালন করার জন্য আর্থিক সাহায্য করা হয়ে থাকে। আমাদের দেশের পুরানো শিল্পকলার বিলুপ্তি হবার ঝুঁকিটা অনেকটা কমে যায়।

কত টাকার স্কলারশিপ দেওয়া হয়?

এই স্কলারশিপটি মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকের কাছে পড়ার জন্য এই বার্ষিক টিউশন খরচ বাবদ 3000 টাকা থেকে 9000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রক।

বছরে মোট 650 টি করে নতুন স্কলারশিপ দেওয়া হয়। এছাড়া স্কলারশিপের জন্য রিনিউ -এর ব্যবস্থা রয়েছে। মোট নতুন স্কলারশিপের 375 টি জেনারেল ক্যাটাগরির, 100 টি ST ক্যাটাগরির, 125 টি  আর্ট অনুশীলনকারী ক্যাটাগরির, 20 টি প্রতিবন্ধীদের, অন্যান্য সংরক্ষিত শ্রেণীর ক্যাটাগরি জন্য 30 টি দেওয়া হয়।

🔥আরও পড়ুনঃ-

👉 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ

আবেদনকারীর যোগ্যতা

আবেদনকারীর বয়স 10 বছর থেকে 14 বছরের মধ্যে হতে হবে।

আবেদনকারীকে একটি সরকারি স্বীকৃত স্কুলে পঠনরত বা ঐতিহ্যগত পারফর্মিং আর্ট অনুশীলনকারী পরিবারের একজন সদস্য হতে হবে।

আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 96 হাজার টাকার মধ্যে হতে হবে।

আবেদনের পদ্ধতি

আবেদনকারীকে অফলাইনে আবেদন করতে হবে, প্রথমে প্রার্থীকে indiaculture.nic.in অথবা ccrtindia.gov.in ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। ফর্মটি যথাযত ভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি প্রার্থীদেরকে নির্বাচন করবে। প্রার্থীদের সাংস্কৃতিক প্রতিভার উপর ভিত্তি করে আর্থিক সাহায্য করা হয়ে থাকে।

Leave a Comment