অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীদের, কেন্দ্র সরকারি চাকরি পাবার একটি সুবর্ণ সুযোগ। ভারতীয় পোষ্ট অফিসের তরফ থেকে একাধিক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর আগে মাধ্যমিক পাসে পোস্ট অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, ২০ মে ২০২৩ তে গ্রামীণ ডাক সেবক (GDS) পদের জন্য। যেখানে প্রার্থী বাছায়ের নিয়ম ছিল কোনোরকম পরীক্ষা ছাড়া, মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে।
সাম্প্রতিক পোস্ট অফিসে নন গেজেটেড স্কিল আরটিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তির ক্ষেত্রে, প্রার্থীরা নূন্যতম অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবে।
আমরা এই নিবন্ধের মাধ্যমে আপনাদের জানাবো এই নিয়োগটি কোন কোন পদের জন্য করা হচ্ছে , আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, প্রার্থীর বয়স, বেতন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য।
প্রার্থীর বয়সসীমা
এই সমস্ত পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST -রা 5 বছর, OBC -রা 3 বছর, এবং সরকারী কর্মচারীদের জন্য 40 বছরের ছাড় রয়েছে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
পোস্ট অফিসের এই নিয়োগটি নন গেজেটেড স্কিল আরটিশিয়ান এর আন্ডারে মোটর ভিকেলস মেকানিক, মোটর ভিকেলস ইলেকট্রিশিয়ান, পিন্টার, ও টাইরম্যান পোস্টে করা হবে (এই পোস্ট গুলো গ্রুপ সি এর সমতুল্য) ।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
যেকোন সরকারি স্বীকৃত স্কুল থাকে অষ্টম শ্রেণী পাস এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের পাস সার্টিফিকেট বা প্রার্থীর একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে।
🔥আরও পড়ুনঃ-
👉 কলকাতা পুলিশের নিয়োগ, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট 2023, জানুন বিস্তারিত
আবেদনের পদ্ধতি
প্রথমে প্রার্থীকে পোস্ট অফিসে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা আমাদের দেওয়া নিচে লিঙ্ক থেকে এই পোস্টের আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। তারপর এটিকে প্রিন্ট আউট বার করে সঠিকভাবে ফিলাপ করতে হবে। আবেদন পত্রটিতে ৬ মাসের মধ্যে তোলা আপনার একটি পাসপোর্ট সাইজের কালারিং ফটো লাগাতে হবে। আপনার সমস্ত ডকুমেন্ট সহ এই ফর্মটি অ্যাটাচ করে একটি খামের মাধ্যমে অফিসিয়াল নোটিশে দেওয়া নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
নিয়োগ পদ্ধতি
আবেদকারীর পাঠানো ডকুমেন্টর উপর ভিত্তি করে পরবর্তীতে টেস্টের জন্য প্রার্থীকে ইমেল করা হবে। যারা যোগ্য বলে মনে করবে ইন্ডিয়ান পোস্ট অফিস কেবল মাত্র তাদেরকে মেইল করা হবে, অযোগ্য প্রার্থীদের নয়।
আবেদন কতো দিন চলবে?
আবেদন পক্রিয়া চালু হয়েগেছে যা চলবে ৫ই আগষ্ট ২০২৩ পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্ট অফিসের নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি জমা দিতে হবে।
আবেদনকারীর কি কি ডকুমেন্ট লাগবে?
আবেদনকারীর বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, আধার কার্ড অথবা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), এছাড়া অন্যান্য যোগ্যতার নথিপত্র।
অফিসিয়াল নোটিশ এবং আবেদন ফর্ম: দেখুন /ডাউনলোড করুন