কলকাতা পুলিশের নিয়োগ, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট 2023, জানুন বিস্তারিত 

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একের পর এক খুশির খবর আসছে। এবার পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন নিয়োগ করতে চলেছে। যা আগস্ট মাসে 27 তারিখে এই নিয়োগের বিজ্ঞপ্তি টি ডিটেলসে প্রকাশিত হবে। এখন prb.wb.gov.in ওয়েবসাইটে এর একটি ছোট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই পোস্ট গুলির জন্য একাধিক শূন্য পদ রয়েছে। সাব-ইন্সপেক্টর পদের জন্য মহিলা এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে। আসুন জেনে নেওয়া যাক এই পোস্ট গুলিতে আবেদন করতে গেলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, কতো বয়স পযন্ত আবেদন করা যাবে, এবং প্রার্থী বাছায়ের পদ্ধতি।

শিক্ষাগত যোগ্যতা

সাব-ইন্সপেক্টর ও সার্জেন পদ পার্থীকে যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোন শাখায় গ্যাজুয়েশন কমপ্লিড করতে হবে।

প্রার্থীর বয়স

এই পোষ্ট গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে । তবে এই নিয়মের পরিবর্তন হতে পারে, তখন বয়স সর্বাধিক ২০ থেকে ৩০ বছর পর্যন্ত করা হতে পারে, যা ২৭ আগস্ট ২০২৩ তে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশের পরে জানা যাবে। সংরক্ষিত ক্যাটাগরির SC/ST প্রার্থীরা 5 বছরের ছাড়, এবং OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পাবে।

🔥আরও পড়ুনঃ-

👉 পশ্চিমবঙ্গ সরকারের নতুন লোন স্কিম পুজোর আগে পেতে পারেন ৮০ হাজার টাকা

কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগ পদ্ধতি

বিগত বছর গুলিতে হয়ে যাওয়া পরীক্ষা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক পরিমাপ ও দক্ষতা পরীক্ষা, মেন পরীক্ষা এবং শেষে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষা

প্রিলিমিনারি পরীক্ষাতে থাকবে ২০০ নম্বরের MCQ টাইপ প্রশ্ন। মোট ১০০টি প্রশ্ন থাকবে আর প্রতিটি প্রশ্নের মান থাকবে ২ নাম্বার। একটি প্রশ্নের চারটি উত্তর দেওয়া থাকবে যার মধ্যে একটি উত্তর সঠিক হবে। ৫০টি জেনারেল স্টাডিজ, ২৫টি পাটিগণিত, এবং ২৫টি লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং থাকবে। ৯০ মিনিটের পরীক্ষা হবে, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে।

শারীরিক পরিমাপ দক্ষতা পরীক্ষা

রাজবংশি, গোর্খা, গাড়োয়ালি ও এসটিদের পুরুষ SI পদের প্রার্থী জন্য ১৬০ সেমি উচ্চতা, স্বাভাবিক অবস্থায় বুকের ছাতি ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি হতে হবে, এবং প্রার্থীর ওজন সবচেয়ে কম ৫২ কেজি হতে হবে।

অন্যান্য পুরুষ SI পদের প্রার্থী জন্য ১৬৭ সেমি উচ্চতা, স্বাভাবিক অবস্থায় বুকের ছাতি ৭৯ সেমি ও ফুলিয়ে ৮৪ সেমি হতে হবে, এবং প্রার্থীর ওজন সবচেয়ে কম ৫৬ কেজি হতে হবে।

রাজবংশি, গোর্খা, গাড়োয়ালি ও এসটিদের মহিলা SI পদের প্রার্থী জন্য ১৫৫ সেমি উচ্চতা, এবং প্রার্থীর ওজন সবচেয়ে কম ৪৫ কেজি হতে হবে।

অন্যান্য মহিলা SI পদের প্রার্থী জন্য ১৬০ সেমি উচ্চতা, এবং প্রার্থীর ওজন সবচেয়ে কম ৪৮ কেজি হতে হবে।

রাজবংশি, গোর্খা, গাড়োয়ালি ও এসটিদের সার্জেন্ট পদের প্রার্থী জন্য ১৬৩ সেমি উচ্চতা, স্বাভাবিক অবস্থায় বুকের ছাতি ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬ সেমি হতে হবে, এবং প্রার্থীর ওজন সবচেয়ে কম ৫৪ কেজি হতে হবে।

অন্যান্য সার্জেন্ট পদের প্রার্থী জন্য ১৭৩ সেমি উচ্চতা, স্বাভাবিক অবস্থায় বুকের ছাতি ৮৬ সেমি ও ফুলিয়ে ৯১ সেমি হতে হবে, এবং প্রার্থীর ওজন সবচেয়ে কম ৬০ কেজি হতে হবে।

এছাড়া ৮০০ মিটার দৌড় ৩ মিনিটে ও ৪০০ মিটার দৌড় ২ মিনিট রয়েছে।

মেন পরীক্ষাঃ

মেন পরীক্ষার জন্য তিনটি পেপার থাকবে যেখানে মোট ২০০ নাম্বারের পরীক্ষা হবে আর প্রতিটি প্রশ্নের মান থাকবে ১নাম্বার করে।

প্রথম পেপারে থাকবে ৫০টি জেনারেল স্টাডিজ, ২৫টি অ্যানালিটিক্যাল রিজনিং এবং ২৫টি পাটিগণিত। পরীক্ষার মোট সময় থাকবে ২ ঘণ্টা।

দ্বিতীয় পেপারে থাকবে ৫০ নম্বরের ইংরেজি প্রশ্ন যেখানে সময় থাকবে ১ ঘণ্টা।

তৃতীয় পেপারে থাকবে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি ইত্যাদি প্রার্থীর মার্তৃভাষা থেকে ৫০ নম্বরের প্রশ্ন যেখানেও সময় থাকবে ১ ঘণ্টা।

পার্সোনালিটি টেস্ট

এই গুলিতে পাস করলে সর্বশেষ ধাপে প্রার্থীদের ৩০ নম্বরের ব্যক্তিত্ব টেস্ট হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি – দেখুন

Hey, My Name is Priyanka From Diamond Harbour, West Bengal & I Have Been Blogging Since 3 Years Ago. I Have 10+ Websites Which I Manage by Myself. I completed my graduation in philosophy.

Leave a Comment