বিজয়নগর সাম্রাজ্য (1336 -1646) । Vijayanagar Empire in Bengali

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

আজ এই আর্টিকেলের মাধ্যমে আমরা বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। চতুর্দশ শতাব্দীতে দক্ষিণ ভারতের একটি শক্তিশালি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল বিজয়নগর সাম্রাজ্যটি।

মধ্যযুগের এই রাজ্যটি বর্তমানে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত ছিল, যার আসল নাম ছিল কার্নাট রাজ্য। মূলত পর্তুগিজরা এই রাজ্যকে ‘বিসনাগ’ রাজ্য বলতো।

দক্ষিণ ভারতের এই হিন্দু রাজ্যটি প্রায় ২৫০ বছর সগৌরভে রাজত্ব করেছিল। নিচে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস: যেমন বিজয়নগর রাজ্যের উৎপত্তি, রাজ্যের শাসকগণ, রাজ্যের বিস্তার, বিজয়নগর রাজ্যের পতন, ইত্যাদি সম্পর্কে তথ্য দেওয়া হল।

বিজয়নগর সাম্রাজ্য। Vijayanagar Empire in Bengali

এক নজরে

বিভিন্ন লিপির তথ্য অনুসারে ঐতিহাসিকরা মনে করেন 1336 খ্রিস্টাব্দে এই রাজ্যটির গঠন হয়েছিল। এই বংশের পাঁচ ভাইয়ের মধ্যে হরিহর ও বুক্কা এই দুই ভাইয়ের প্রচেষ্টায় বিজয়নগর রাজ্যটির পত্তন ঘটে। সাম্রাজ্যের উৎপত্তিস্থল আনাগুন্ডি দুর্গটি ছিল বিজয়নগর সাম্রাজ্যের প্রাথমিক রাজধানী।

দক্ষিণ ভারতের হিন্দু রাজ্যটির বিস্তার উত্তরে কৃষ্ণা নদী থেকে উপদ্বীপের সুদূর দক্ষিণ পর্যন্ত ছিল। সমহিমায় থাকা এই রাজ্যটি 1565 খ্রিস্টাব্দের তালিকোটার যুদ্ধে পরাজিত হয়, যার ফলে বিজয়নগরের রাজধানীটি ব্যাপকভাবে লুণ্ঠিত। তবে এটা সত্য যে তালিকোটার যুদ্ধের পরেও প্রায় ৭০ বছর এই সাম্রাজ্যটি টিকে ছিল।

প্রতিষ্ঠাতা হরিহর আই
সময়কাল 1336-1646 খিস্টাব্দ
রাজধানী হাম্পি
রাজবংশ সঙ্গমা রাজবংশ
স্থানদক্ষিণ ভারত (কর্ণাটক, অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায়)
ভাষা কন্নড়, তেলেগু
ধর্ম হিন্দু ধর্ম
প্রশাসনিক কাঠামো “নাদুস” (এই নামে প্রদেশে গুলিকে বিভক্ত করা হত)
অর্থনৈতিক ব্যবস্থা কৃষি, বাণিজ্য, এবং খনি
স্থাপত্য ইন্দো-ইসলামিক স্থাপত্যের উপাদান সহ দ্রাবিড় শৈলী
বিখ্যাত স্মৃতিস্তম্ভ হাম্পি (বিরূপাক্ষ মন্দির, বিত্তলা মন্দির, লোটাস মহল), হাজরা রাম মন্দির
উল্লেখযোগ্য শাসক হরিহর প্রথম, বুক্কা প্রথম, কৃষ্ণদেব রায়
বাণিজ্য করতো ইউরোপ, পারস্য এবং মধ্যপ্রাচ্যের সাথে।
শিল্প ও সাহিত্য সংস্কৃত এবং তেলেগু সাহিত্য, সঙ্গীত, নৃত্য এবং চিত্রকলা।
পতন 1565 সালে
পতনের কারণ দাক্ষিণাত্য সুলতানদের দ্বারা তালিকোটার যুদ্ধে পরাজিত এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব এই সাম্রাজ্যের পতন ঘটায়।

রাজ্যের উৎপত্তি (Origin of the State):

মহম্মদ- বিন-তুঘলকের রাজত্বকালের শেষভাগে যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হইয়াছিল তাহারই সুযোগে সুদূর দাক্ষিণাত্যে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয়। ভারতের ইতিহাসে এই রাজ্যের উত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

দীর্ঘ তিন শতাব্দী ধরিয়া এই নব-প্রতিষ্ঠিত রাজ্যটি দাক্ষিণাত্যের তথা সমগ্র ভারতের রাজনৈতিক ইতিহাসে যথেষ্ট প্রভাব বিস্তার করে; দক্ষিণ ভারতে মুসলমান অগ্রগতি প্রতিহত করিয়া হিন্দু ধর্ম ও সংস্কৃতি রক্ষা করিতে সক্ষম হয়।

উৎপত্তি সম্বন্ধে মতভেদ সিউয়েল হেরাস-এর মত

কিন্তু এই রাজ্যের উৎপত্তি সম্বন্ধে ঐতিহাসিকগণের মধ্যে যথেষ্ট মতভেদ আছে। সিউয়েলের (Sewell) মতে সঙ্গম নামক জনৈক ব্যক্তির পাঁচ পুত্র তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে বিজয়নগর রাজ্যের ভিত্তি রচনা করিয়াছিলেন।

অপরদিকে হেরাস (Father Heras)-এর মতে মহীশূরের হোয়সলরাজ তৃতীয় বল্লাল তুঙ্গভদ্রার তীরে থানেগুণ্ডি নামে যে নগরটি পত্তন করিয়াছিলেন তাহাই পরবর্তীকালে বিজয়নগর রাজ্যে পরিণত হইয়াছিল ।

হরিহর ও বুক্কা ছিলেন তাঁহারই আত্মীয় ও কর্মচারী, এবং তাঁহাদেরই প্রচেষ্টায় ও নেতৃত্বে এই নগরটি একটি রাজ্যে পরিণত হইতে পারিয়াছিল ।

রাজ্য সৃষ্টির পশ্চাতে প্রেরণা

উৎপত্তি সম্বন্ধে মতভেদ থাকিলেও এ কথা সুনিশ্চিত যে মুসলমান আক্রমণ হইতে দক্ষিণ ভারতকে বাঁচাইবার জন্য এবং মুসলমান অত্যাচার হইতে হিন্দু ধর্ম ও হিন্দু সংস্কৃতিকে রক্ষা করিবার জন্যই এই রাজ্যটির প্রতিষ্ঠা হইয়াছিল। হরিহর ও বুক্কা এই বিষয়ে ছিলেন অগ্রণী এবং তাঁহারা দক্ষিণ ভারতে হিন্দু জনসাধারণের সমর্থন লাভ করিয়াছিলেন।

🔥আরও পড়ুনঃ-

👉 বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের সংঘাতের মূল কারণ কি ছিল?

সঙ্গম বংশ (Sangama Dynasty):

হরিহর ও যুদ্ধার ঐতিহাসিক ভূমিকা

হরিহর ও বুক্কার দ্বারা প্রতিষ্ঠিত রাজবংশ ‘সঙ্গম বংশ’ নামে পরিচিত হইলেও তাঁহারা কোন রাজকীয় উপাধি গ্রহণ করেন নাই । ১৩৪৬ খ্রীষ্টাব্দে হোয়সল বংশের শেষ রাজার মৃত্যু হইলে হরিহর ও তাঁহার ভ্রাতা হোয়সল রাজ্যটি তাঁহাদের নব-প্রতিষ্ঠিত বিজয়নগর রাজ্যের অন্তর্ভুক্ত করিয়া লন ।

১৩৫৩ খ্রীষ্টাব্দে হরিহরের মৃত্যু হইলে বুক্কা মাছরার মুসলমান রাজ্যটি দখল করেন এবং পার্শ্ববর্তী বহু স্থানে তাঁহার রাজ্যের সীমা বিস্তৃত করেন। তিনি চীনে পর্যন্ত দূত প্রেরণ করিয়াছিলেন ।

বাহমনী রাজ্যের সহিত সংঘর্ষের সূত্রপাত

তাঁহার সময় হইতেই বাহমনী রাজ্যের সহিত সংঘর্ষের সূত্রপাত হয় ; রায়চুর দোয়াবের অধিকার লইয়া এই সংঘর্ষ আরম্ভ হয়। বুক্কা বাহমনী সুলতান মহম্মদ শাহ, ও মুজাহিত শাহের সহিত ক্রমাগত যুদ্ধ করিয়া নব-প্রতিষ্ঠিত বিজয়নগর রাজ্যের শক্তির পরিচয় দিয়াছিলেন।

দ্বিতীয় হরিহর

১৩৭৯ খ্রীষ্টাব্দে বুক্কার মৃত্যু হইলে তাঁহার পুত্র দ্বিতীয় হরিহর সিংহাসনে আরোহণ করিয়া রাজকীয় উপাধি ধারণ করেন। তাঁহার রাজত্বকালে মহীশূর, কানাড়া, ত্রিচিনপল্লী, কাঞ্চী প্রভৃতি দাক্ষিণাত্যের স্থান সমূহ বিজয়নগর রাজ্যের অন্তর্ভুক্ত হয়।

তিনি বাহমনী সুলতান ফিরোজ শাহের বিরুদ্ধেও যুদ্ধে অবতীর্ণ হইয়া- ছিলেন, কিন্তু পরাজিত হইয়া যথেষ্ট ক্ষতিপূরণ দিতে বাধ্য হন।

প্রথম দেবরার ও দ্বিতীয় দেবরায়

তাঁহার পুত্র প্রথম দেবরায়ের (১৪০৪-২২) সময়েও বাহমনী রাজ্যের সহিত যুদ্ধ অব্যাহত থাকে। ১৪১৯ খ্রীষ্টাব্দে তিনি বাহমানী রাজ্য আক্রমণ করিয়া ফিরোজ শাহকে যুদ্ধে সম্পূর্ণভাবে পরাজিত করেন।

তাঁহার পুত্র দ্বিতীয় দেবরায় এই বংশের শ্রেষ্ঠ নরপতি। তাঁহার রাজত্বকালে বিজয়নগর রাজ্য সিংহলের উপকূল পর্যস্ত বিস্তৃত হইয়াছিল। তবে বাহমনী সুলতান আহম্মদ শাহের আক্রমণ তিনি প্রতিহত করিতে পারেন নাই।

সঙ্গন বংশের শ্রেষ্ঠ নরপতি

তিনিই প্রথম সৈন্যবাহিনী শক্তি- শালী করিয়া গড়িয়া তুলিবার জন্য মুসলমান সৈনিক নিয়োগের ব্যবস্থা করেন। ইহা ছাড়া তিনি দেশের শাসনব্যবস্থা, বাণিজ্য, নৌবহর প্রভৃতিরও সংস্কার সাধন করেন।

তাঁহারই রাজত্বকালে ইতালির পর্যটক নিকোলো কন্টি (Nikolo Conti) এবং পারসিক পর্যটক আবদুর রজা বিজয়নগর রাজ্য পরিদর্শনে আসিয়াছিলেন। তাঁহারা দ্বিতীয় দেবরায়কে দাক্ষিণাত্যে শ্রেষ্ঠ রাজা বলিয়া অভিহিত করিয়া গিয়াছেন।

সালুভ বংশ (Saluva dynasty):

নরসিংহ সালুভ কর্তৃক সিংহাসন দখল

দ্বিতীয় দেবরায়ের পর মালিকার্জন এবং তারপর বিরূপাক্ষ সিংহাসনে আরোহণ করেন। তাঁহাদের রাজত্বকালে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বৈদেশিক আক্রমণের ফলে বিজয়নগর রাজ্যের সংহতি অনেকখানি বিনষ্ট হইয়া যায় ৷

এই সময় ১৪৮৬ খ্ৰীষ্টাব্দে চন্দ্রগিরির শাসন- কর্তা নরসিংহ সালুভ বিরূপাক্ষকে সিংহাসনচ্যুত করিয়া সিংহাসনে আরোহণ করেন। এইভাবে সালুভ রাজ- বংশের প্রতিষ্ঠা হইল।

নরসিংহের কৃতিত্ব

নরসিংহ ছিলেন একজন সুদক্ষ শাসক; তিনি আভ্যন্তরীণ বিদ্রোহ সমূহ দমন করেন এবং তামিল অঞ্চলের এক বৃহৎ অংশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করিয়া লইয়াছিলেন । 

কিন্তু তিনি বাহমনী সুলতানের নিকট হইতে বাচ্চুর- দোয়াব এবং উড়িয়ার নিকট হইতে উদয়গিরি পুনরুদ্ধার করিতে পারেন নাই । ১৪৯৩ খ্রীষ্টাব্দে নরসিংহের মৃত্যু হইলে তাঁহার পুত্র ইম্মদী নরসিংহ সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন দুর্বল এবং শাসন ক্ষমতা তাঁহার সুদক্ষ সেনানায়ক নরস নায়কের হস্তগত হইয়া পড়ে।

তুলুভ বংশ (Tuluva Dynasty):

তুলুভ বংশের শ্রেষ্ঠ নরপতি কৃষ্ণদেব রায়

নরম নায়কের মৃত্যুর পর তাঁহার পুত্র বীর নরসিংহ সিংহাসন দখল করেন এবং তুলুত বংশের প্রতিষ্ঠা করেন। এই বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন কৃষ্ণদেব রায়।

বীর নরসিংহের মৃত্যুর পর তিনি ১৫০৯ খ্রীষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন; তিনি ছিলেন বহু গুণের আধার। দুর্ধর্ষ যোদ্ধা ও সমর- কুশলী হিসাবে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন। তিনি উড়িষ্যার নিকট হইতে উদয়গিরি পুনরুদ্ধার করেন এবং বিজাপুরের সুলতানকে পরাজিত করিয়া রায়চুর দোয়াব দখল করেন।

দিগ্বিজয় রাজ্যসীমা বিস্তার (শাসনকার্যে দক্ষতা)

তিনি পশ্চিমে কোঙ্কন, পূর্বে বিশাখাপট্টম এবং দক্ষিণে সমুদ্র উপকূল পর্যন্ত তাঁহার রাজ্যসীমা বিস্তৃত করিয়াছিলেন। শাসনকার্যেও তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়াছিলেন।

পর্তুগীজদের সহিত বাণিজ্য সম্পর্ক (শিল্প সাহিত্য)

পর্তুগীজদের সহিত তিনি শাস্তিপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখিতেন এবং তাহাদিগকে ভাটখাল নামক স্থানে একটি ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়াছিলেন। তিনি ছিলেন বৈষ্ণব ধর্মে অনুরক্ত কিন্তু অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তাঁহার পৃষ্ঠপোষকতায় শিল্প ও সাহিত্যের প্রভূত উন্নতি সাধিত হইয়াছিল ।

পর্তুগীজ পর্যটক পায়েজ (Paes) কৃষ্ণদেবরায়ের ব্যক্তিগত চরিত্রের যথেষ্ট প্রশংসা করিয়া গিয়াছেন । “He is the most learned and perfect king…… cheerful…. seeks to honour foreigners…. a man of much justice.”-Paes. fofa

কৃষ্ণদেব রায়ের চরিত্র কৃতিত্ব

তিনি একাধারে দুর্ধর্ষ যোদ্ধা, সমরকুশলী সেনাপতি, সুদক্ষ শাসক, অতিথিপরায়ণ ও উদার পরধর্মসহিষ্ণু নরপতি ছিলেন। এই জন্যই তিনি যে কেবলমাত্র এই বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন তাহাই নহে, সমগ্র ভারতের ইতিহাসে শ্রেষ্ঠ নরপতি- গণের মধ্যে তাঁহার স্থান অক্ষুণ্ণ রহিয়াছে ।

কৃষ্ণদেবের দুর্বল বংশধরগণ মন্ত্রী রামায়

কৃষ্ণদেব রায়ের পর তাঁহার বৈমাত্রেয় ভ্রাতা অচ্যুত রায় সিংহাসনে আরোহণ করিলেন, কিন্তু তিনি শাসনকার্যে বিশেষ কোন ক্বতিত্ব দেখাইতে পারিলেন না। তাঁহার পর সদাশিব রায় সিংহাসনে আরোহণ করিয়া অত্যন্ত দুর্বলতার পরিচয় দিলে দেশের প্রকৃত শাসন ক্ষমতা আরবিডু বংশ সম্ভূত মন্ত্রী রামরায়ের হস্তগত হইয়া পড়িল ৷

তালিকোটের যুদ্ধ (Battle of Talikota):

রামরায়ের অদূরদর্শী বৈদেশিক নীতি

রামরায় ক্ষমতাশালী ছিলেন বটে, কিন্তু বৈদেশিক নীতিতে দূরদর্শিতা বা কুটকৌশলের প্রয়োজনীয়তা তিনি যথেষ্ট উপলব্ধি করিতেন না। সুতরাং তিনি বিজয়নগর রাজ্যের লুপ্ত গৌরব পুনরুদ্ধার করিতে যাইয়া দেশের সর্বনাশ ডাকিয়া আনিলেন ।

সুলতানের অন্তর্দ্বন্দ্বে অংশ গ্রহণ

তিনি দাক্ষিণাত্যের স্থলতানি রাজ্যগুলির পারস্পরিক কলহ বাড়াইয়া দিয়া তাহাদের শক্তি ক্ষয় করিবার নীতি গ্রহণ করিলেন । প্রথম দিকে তিনি কিছুটা সাফল্য লাভও করিয়াছিলেন ; ফলে তিনি আরও উদ্ধত ও অপরিনামদর্শী হইয়া উঠিলেন।

১৫০৩ খ্রীষ্টাব্দে তিনি গোলকুণ্ডা ও আহম্মদ- নগরের সহিত মিলিত হইয়া বিজাপুর আক্রমণের পরিকল্পনা করিয়াছিলেন; কিন্তু তখন তাহা ব্যর্থ হইয়া যায় । ইহার কয়েক বৎসর পর, ১৫৫৮ খ্রীষ্টাব্দে তিনি বিজাপুর ও গোলকুণ্ডার সহিত মিলিত হইয়া আহম্মদনগর বিধ্বস্ত করিলেন।

কিন্তু তাঁহার এই নীতি কিছুদিনের মধ্যেই মুসলমান রাজ্যগুলিকে সচেতন করিল। ধীরে ধীরে তাহারা বিজয়নগরের বিরুদ্ধে নিজেদের বিভেদ ভুলিয়া ঐক্যবদ্ধ হইয়া উঠিল ৷

সুলতানী রাজ্যগুলির মধ্যে ঐক্য এবং বিজয়নগর আক্রমণ

অবশেষে ১৫৬৫ খ্রীষ্টাব্দে একমাত্র বেরার ছাড়া দাক্ষিণাত্যের স্থলতানগণের সম্মিলিত বাহিনী তালিকোটা নামক প্রান্তরে বিজয়নগরের বাহিনীকে আক্রমণ করিল। বিজয়নগর বাহিনী পরাজিত হইল, রামরায় বন্দী হইয়া নিহত লইলেন, বিজয়নগর লুণ্ঠিত ও বিধ্বস্ত হইল।

“Never perhaps in the history of the world has such havoc been wrought so suddenly, on so splendid a city……siezed, pillaged and reduced to ruins, amid scenes of savage massacre and horrors beggaring description.”-Sewel (A Forgotten Empire)

তালিকোটার যুদ্ধে বিজয়নগরের পরাজয়

তালিকোটার প্রান্তরে বিজয়নগরের গৌরবসূর্য চিরতরে অস্তমিত হইল । বিজয়নগর এক বিরাট ধ্বংসস্তূপে পরিণত হইল। ইহার পরও রাজশক্তি পুনঃপ্রতিষ্ঠিত করিবার চেষ্টা হইয়াছে সত্য, কিন্তু এই যুদ্ধের পর হইতেই বিজয়নগরের পতন অব্যস্থাবী হইয়া উঠে এবং দাক্ষিণাত্যে মুসলমান আধিপত্যের পথ পরিষ্কার হইয়া যায় ।

বিজয়নগরের পতন (Fall of Vijayanagar):

আরবিড়ু, বংশ রাজ্যের পতন

তালিকোটার যুদ্ধের পর রামরায়ের ভ্রাতা তিরুমল পেগোণ্ডা নামক স্থানে রাজধানী স্থাপন করিয়া বিজয়নগরের বিনষ্ট গৌরব পুনরুদ্ধারের জন্য সচেষ্ট হইলেন; এবং স্বলতানি রাজ্যগুলির পরস্পর দ্বন্দ্বের সুযোগ গ্রহণ করিয়া কিছুটা কৃতকার্যও হইলেন।

এইভাবে তিনি আরবিড়ু বংশের প্রতিষ্ঠা করিলেন। এই বংশের দ্বিতীয় রঙ্গ, দ্বিতীয় বেঙ্কট এবং তৃতীয় রঙ্গ পর পর সিংহাসনে আরোহণ করেন। ইহাদের রাজত্বকালে আভ্যন্তরীণ গোলযোগ এবং বিজাপুর ও গোলকুণ্ডার আক্রমণের ফলে রাজ্যের ভিত্তি শিথিল হইয়া পড়ে, প্রদেশগুলি স্বাধীন হইয়া পড়ে এবং অবশেষে এই রাজ্যের অবসান ঘটে।

উপসংহার

উপরে আলোচনার মাধ্যমে স্পষ্ট যে বিজয়নগর সাম্রাজ্য কয়েক শতাব্দী ধরে দক্ষিণ ভারতে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি ছিল। সাম্রাজ্যটির ইতিহাস, শিল্প এবং স্থাপত্যে যা ভারতীয় ইতিহাসে একটি গৌরভময় চিহ্ন রেখে গেছে।

পরবর্তীকালে সাম্রাজ্যটি বাহ্যিক চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয়েছিল, তবুও এর কৃতিত্ব এবং অবদান ভারতীয় ইতিহাসে একটি দীর্ঘ স্থায়ী প্রভাব ফেলে।

FAQs বিজয়নগর সাম্রাজ্য

প্রশ্ন: বিজয়নগর সাম্রাজ্যের দুটি বিখ্যাত স্থাপত্যের নাম?

উত্তর: বিরূপাক্ষ মন্দির ও বিত্তলা মন্দির হল বিজয়নগর সাম্রাজ্যের দুটি বিখ্যাত স্থাপত্য।

প্রশ্ন: বিজয়নগর সাম্রাজ্যের আধুনিক নাম কি?

উত্তর: বিজয়নগর সাম্রাজ্যের আধুনিক নাম যথাক্রমে কর্ণাটক, অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায় ।

প্রশ্ন: বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: বিজয়নগর সাম্রাজ্য তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত ছিল।

প্রশ্ন: বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি?

উত্তর: হাম্পি ছিল বিজয়নগর রাজ্যের রাজধানী।

প্রশ্ন: সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর: সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়।

প্রশ্ন: সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্কা।

Hey, My Name is Priyanka From Diamond Harbour, West Bengal & I Have Been Blogging Since 3 Years Ago. I Have 10+ Websites Which I Manage by Myself. I completed my graduation in philosophy.

Leave a Comment