উচ্চমাধ্যমিক পাশে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের কাছে দারুন সুযোগ। সম্প্রতি রাজ্য শিশু সুরক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার মেমো নাম্বার 2492(23)-WCD-17016/1/2022। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরি প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে।

এই পোস্টে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পাশ। আসুন এক নজরে দেখে নেওয়া যাক শিশু সুরক্ষা দপ্তরে কোন কোন পদের জন্য  কর্মী নিয়োগ করা হবে, প্রার্থীর কি যোগ্যতা লাগবে, কতো বয়স পর্যন্ত আবেদন করা যাবে, এবং আবেদনের পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য।

কোন কোন শূন্য পদে প্রার্থীকে নিয়োগ করা হবে?

মূলত দুইটি শূন্য পদে প্রার্থীকে নিয়োগ করা হবে একটি হল- হাউস মাদার (House Mother) আর অপরটি হল- অফিসার-ইন-চার্জ (Officer-in-Charge) পদে।

হাউস মাদার (House Mother) পদে নিয়োগ

এই পোস্টের জন্য মোট শূন্যপদ ১ টি। এখানে উচ্চমাধ্যমিক পাশ করা মহিলা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে, যেখানে প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। ১৪,৫৬৪ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।

অফিসার-ইন-চার্জ (Officer-in-Charge) পদে নিয়োগ

এই পোস্টের জন্যও মোট শূন্যপদ ১ টি। এখানে আবেদন করা প্রার্থীকে যেকোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Social Work বা Social Science, LLB অথবা Psychology তে স্নাতকোত্তর থাকতে হবে। প্রার্থীর বয়স ২৭ বছর থেকে ৪২ বছরের মধ্যে থাকতে হবে। ৩৩,১০০ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।

🔥আরও পড়ুনঃ-

👉 PM Kusum Yojana: কৃষকদের জন্য চালু করা প্রধানমন্ত্রী কুসুম যোজনার কথা আপনারা কি জানেন?

শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের আবেদন পদ্ধতি

প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে । আপনারা চাইলে শিশু সুরক্ষার জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.westbengalcareers.com/ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেন, তানাহলে আমরা ফর্মটির ডাউনলোড করার অফিসিয়াল লিঙ্কটি নিচে দিয়ে দেব চাইলে ডাউনলোড করতে পারেন। ফর্মটি ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে, ৫ টাকার স্ট্যাম লাগিয়ে, ফর্মতে উল্লেখ করা নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

শিশু সুরক্ষা দপ্তরে আবেদনকারীর প্রার্থীর কি কি ডকুমেন্ট লাগবে?

বয়সের প্রমাণপত্র হিসাবে প্রার্থীর জন্ম সার্টিফিকেট অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে প্রার্থীর ভোটার কার্ড অথবা আধার কার্ড ।প্রার্থীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার নথিপত্র। এছাড়া প্রার্থীর কম্পিউটার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (House Mother পোস্টের জন্য), কাজের অভিজ্ঞতা থাকলে তার নথি, পাসপোর্ট সাইজের ফটো, ৫ টাকার স্ট্যাম, এবং আবেদন পত্র পাঠানোর খাম ।

আবেদনের শেষ তারিখ:

এই দুটি পোস্টে আবেদন করার জন্য আবেদনকারীকে ০৭ আগস্ট ২০২৩ বিকেল ৫ টার মধ্যে তার আবেদন পত্রকে জমা দিতে হবে।

অফিসিয়াল নোটিশ, ঠিকানা এবং ফর্ম: DOWNLOAD করুন

অফিসিয়াল ওয়েবসাইট: দেখুন

Hey, My Name is Priyanka From Diamond Harbour, West Bengal & I Have Been Blogging Since 3 Years Ago. I Have 10+ Websites Which I Manage by Myself. I completed my graduation in philosophy.

Leave a Comment