আপনি কি জানেন? পশ্চিমবঙ্গের যে নয়টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে ঘটে যাওয়া হিংসা, এবং পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ হাইকোর্ট স্থগিতাদেশ দেবার কারণে পশ্চিমবঙ্গের একাধিক সরকারি চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে দেরি করছে।

যাই হোক সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর আসতে চলেছে, কারণ জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত একাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। যেখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতক পাশ পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।

এই নিবন্ধের মাধ্যমে, কিছুদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এমন ৯ টি সরকারি চাকরির নাম এবং এই সমস্ত সরকারি চাকরির আবেদন গ্রহণ পর্ব কবে থেকে শুরু হতে পারে, সেই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা করবো।

1. আবগারি ASI এবং আবগারি SI নিয়োগ (excise Asi & excise SI):

পশ্চিমবঙ্গের আবগারি ASI এবং আবগারি SI মাদক সম্পর্কিত বেআইনি কাজকর্মকে নিয়ন্ত্রণ করে থাকে। এই নিয়োগটির বিজ্ঞপ্তি জুলাই মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশ হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশের পরে আবেদন গ্রহন পর্বটি চলবে।

2. পশ্চিমবঙ্গের জেল পুলিশ নিয়োগ (Jail police):

এই নিয়োগটি করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অবস্থিত জেল গুলির জন্য। এই নিয়োগটির বিজ্ঞপ্তি জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশের পরে প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে।

🔥আরও পড়ুন »

👉 Government Job: DM অফিসে গ্রুপ সি পদে একাধিক নিয়োগ

3. খাদ্য দপ্তরের এসআই নিয়োগ (Food SI):

এই নিয়োগ করা হয় পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের খাদ্য সমুহ বিতরণের পর্যবেক্ষণ করার জন্য। এই নিয়োগটির বিজ্ঞপ্তিও জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

4. কলকাতা পুলিশের এসআই নিয়োগ (KP SI):

কলকাতা পুলিশের এসআই পদের জন্য আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে এর আবেদন গ্রহণ পর্বটি চলতে পারে।

5. মিশনারি WBPSC নিয়োগ (Missionarious WBPSC):

এই নিয়োগের বিজ্ঞপ্তিটি খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে এবং আগস্ট মাসের যে কোন দিন থেকে এর আবেদন গ্রহণ পর্বটি চলতে পারে।

6. পশ্চিমবঙ্গ পুলিশের এসআই নিয়োগ (WB police SI):

পশ্চিমবঙ্গ পুলিশের এসআই পদের জন্য বিজ্ঞপ্তিটি খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যেতে পারে এবং এই পদে নিয়োগের পরীক্ষার জন্য আবেদন গ্রহণ পর্বটি আগস্ট মাস থেকে শুরু হয়ে যেতে পারে।

7. পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ (WB constable):

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগটির বিজ্ঞপ্তি আগস্ট মাসে বেরোতে পারে, এবং আগস্ট মাসের যে কোন দিন থেকে আবেদন গ্রহণ পর্বটি চলতে পারে।

8. পশ্চিমবঙ্গের গ্রুপ ডি পদে নিয়োগ (West Bengal Group D):

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন অফিসে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, এবং প্রার্থীর আবেদন আগস্ট মাস থেকে জমা নেয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।

9. পশ্চিমবঙ্গের ক্লার্কশিপ পদে নিয়োগ (West Bengal Clerkship):

পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিসে ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তিটিও খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। এই নিয়োগের আবেদন গ্রহণ পর্বটি আগস্ট মাসে যে কোন দিন থেকে শুরু হতে পারে।

Hey, My Name is Priyanka From Diamond Harbour, West Bengal & I Have Been Blogging Since 3 Years Ago. I Have 10+ Websites Which I Manage by Myself. I completed my graduation in philosophy.

Leave a Comment