7000+ শূন্য পদে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একের পর এক সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। যেখানে চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মী সহ একাধিক পোস্টে নিয়োগ করা হবে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩০ শে মে ২০২৩ তে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, লোকসভা ভোটের আগে আগামী এক বছরের মধ্যে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার সরকারি কর্মচারি নিয়োগ করা হবে। যেখানে তিনি স্বাস্থ্য দফতরের জন্য ২,০০০ ডাক্তার, ৭,০০০ নার্স, কমিউনিটি হেলথ ওয়ার্কার ২,০০০ এবং ৭,০০০ জন আশা কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছিলেন।

তিনি আরো বলেছিলেন যে এই নিয়োগের কর্মসূচিটা আগামী ২ মাসের মধ্যে শুরু হবে। সেই কথা মত রাজ্য সরকারের কর্মচারি নিয়োগের একের পর এক বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে স্বাস্থ্য দপ্তরে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কোন কোন পোস্টের জন্য প্রকাশিত হতে চলেছে, এবং কোন পোস্টের জন্য কত জন কর্মচারি নিয়োগ করা হবে।

🔥আরও পড়ুনঃ-

👉 Metro Rail Recruitment: একাধিক পোস্টে মেট্রো রেল কর্মী নিয়োগ

কোন কোন পোস্টে নিয়োগ করা হবে?

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডঃ সুদীপ্ত রায় বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের কাজ আমরা কয়েক ধাপে দ্রুত সম্পূর্ণ করবো। এখন মূলত চিকিৎসক, বিএসসি, নার্স, কলেজের লেকচারার, রিডার, এছাড়াও পিজি হসপিটালের জন্য কিছু সহযোগী অধ্যাপক শূন্য পদে নিয়োগ করা হবে।

বিভিন্ন পোস্ট এবং তার শূন্য পদের সংখ্যা

মুখ্যমন্ত্রী ১৮০০০ শূন্য পদে স্বাস্থ্য কর্মী নিয়োগের কথা বললেও এখন মোটামুটি ৭০০০ -এর বেশি শূন্য পদে নিয়োগ করা হবে। যেখানে ১৪০০ টি শূন্য পদে চিকিৎসক, ৮৩৫ টি শূন্য পদে মেডিক্যাল টেকনোলজিস্ট, ৪৩৫ টি শূন্য পদে বিএসসি ও পোস্ট বেসিক নার্স, ৭৫০ টি শূন্য পদে জি এন এম এবং ৬০০+ মেডিক্যাল অফিসার সহ বিভিন্ন নার্সিং কলেজের লেকচারার, বেসিক নার্স, রিডার, এবং পিজি হসপিটালের জন্য নিয়োগ করা হবে সহযোগী অধ্যাপক।

এই নিয়োগ কবে সম্পূর্ণ করা হবে?

এই নিয়োগের বেশিভাগ প্রক্রিয়া ইন্টারভিউ এর মাধ্যমে কমপ্লিট করা হবে, আগামী আগস্ট মাসের মধ্যে স্বাস্থ্য দপ্তরের এই শূন্য পদে নিয়োগের প্যানেলটি কমপ্লিট করা হবে বলে মনে করা হচ্ছে। এর আগে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের জন্য যারা বিভিন্ন পোস্টে আবেদন করেছিল অথচ বিভিন্ন কারণে তাদের আবেদন বাতিল হয়ে গেছিল, তাদেরকে মেইল মারফত জানিয়ে দেয়া হয়েছে যে তারা তাদের আগের সমস্যা গুলিকে মিটিয়ে আবার এই নতুন নিয়োগে অংশগ্রহণ করতে। রাজ্য সরকার চায়না কোন কারণবশত এই নিয়োগ প্রসেসটি থেমে যাক।

অফিসিয়াল নোটিশটি এখনই প্রকাশিত হয়নি প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। প্রয়োজনে আপনারা স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট https://www.wbhealth.gov.in/তে গিয়ে মাঝে মাঝে নোটিশ গুলি দেখতে পারেন।

Hey, My Name is Priyanka From Diamond Harbour, West Bengal & I Have Been Blogging Since 3 Years Ago. I Have 10+ Websites Which I Manage by Myself. I completed my graduation in philosophy.

Leave a Comment