যারা দীর্ঘদিন যাবত সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবার তাদের জন্য একের পর এক সরকারি চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি আসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এই নিয়োগটি করা হবে গ্রুপ সি -এর পোস্টে কৃষি দপ্তরে, নিয়োগটি করাবে পশ্চিমবঙ্গের PSC দপ্তর। PSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, যারা কিনা সিভিল সার্ভিস -এর মতো ভারতের উচ্চপদস্থ সরকারী আমলাদেরকে নিয়োগ করে থেকে।
এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৫/০৭/২০২৩ তে, এই নিয়োগটির বিজ্ঞপ্তির আগে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি মনে করা হচ্ছে ফুড সাপ ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তিটি খুবই শীঘ্রই প্রকাশ করা হবে।
এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন WBPSC মাধ্যমে কৃষি দপ্তরের গ্রুপ সি পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষকতা যোগ্যতা, কত সংখ্যাক পদে নিয়োগ করা হবে, প্রার্থীর কি কি ডকুমেন্ট লাগবে, কবে থেকে আবেদন করা যাবে ইত্যাদির বিষয়ে বিস্তারিত তথ্য।
🔥আরও পড়ুন »
👉 আপনি কি জানেন? পশ্চিমবঙ্গের যে নয়টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে।
WBPSC মাধ্যমে কৃষি দপ্তরে নিয়োগে পদের নাম
এই নিয়োগটি করা হবে কৃষি দপ্তরে গ্রুপ -সি এর পোস্টে, আর পোস্টির নাম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার।
কৃষি দপ্তরে গ্রুপ –সি পদে নিয়োগে মোট শূন্য পদ
এই নিয়োগটি মোট ১২২ শূন্য পদে করা হবে। যেখানে জেনারেল ক্যাটাগরির জন্য ৫২ টি শূন্য, এস সি ক্যাটাগরির জন্য ২৫ টি শূন্য পদ, এসটি ক্যাটাগরির জন্য ৭টি শুন্য পদ, ওবিসি এ ক্যাটাগরি ১২ টি শূন্য পদ, ওবিসি বি ক্যাটাগরি ৮ টি শূন্য পদ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া চাকরি প্রার্থীদের জন্য ১২ টি শূন্য পদ, জেনারেল হ্যান্ডিক্যাপদের জন্য ৫ টি শূন্য পদ এবং এসসি হ্যান্ডিক্যাপদের জন্য ১টি শূন্য পদ রয়েছে।
আবেদন শুরু হবে কবে থেকে?
কৃষি দপ্তরে গ্রুপ -সি পদে নিয়োগের আবেদন শুরু হচ্ছে ২৫ শে জুলাই থেকে যা চলবে ১৭ ই আগস্ট পর্যন্ত।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
এই পোস্টে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোন শাখায় গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে।
কৃষি দপ্তরে গ্রুপ –সি পদের জন্য কিভাবে আবেদন করবেন?
প্রার্থীকে পিএসসি অফিসার ওয়েবসাইট wbpsc.gov.in তে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আবার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। এরপরে প্রার্থীর সমস্ত তথ্য দিয়ে সাবমিট বোটনতে ক্লিক করতে হবে।
প্রার্থীর প্রয়োজনীয় ডকুমেন্ট
PSC এর অফিসিয়াল ওয়েবসাইট -এর বিজ্ঞপ্তিতে কি কি ডকুমেন্ট লাগবে জানিয়ে দেওয়া হয়েছে যেমন- জন্ম প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড, বাসিন্দার প্রমান পত্র হিসাবে আধার কার্ড /ভোটার কার্ড /রেশন কার্ড, সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট এবং ৬ মাসের মধ্যে তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সঙ্গে সেল্ফ অ্যাটেস্টেড করা।
বিজ্ঞপ্তিটি দেখুন – Download