Fasal Bima Assistants Recruitment: ৯৪৯ টি শূন্য পদে মাধ্যমিক পাশে ফসল বীমা সহায়ক নিয়োগ।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য সুখবর কারণ পশ্চিমবঙ্গে ফসল বিমার অন্তর্গত এসিসটেন্ট শূন্য পদে একাধিক কর্ম চারি নিয়োগ করতে যাচ্ছে সরকার। ভারতীয় কো-অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পদের জন্য মোট শূন্য পদ হল ৯৪৯ টি যা পরে বাড়তে পারে।

এই প্রার্থী বাছায় প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ ইন্টার ভিউয়ের মাধ্যমে। যদি আপনি কোনো চাকরি প্রার্থী হন এবং আপনি একটি রাজ্য সরকারের অধীনে একটি ভালো চাকরির সন্ধান করছেন, তাহলে আপনার কাছে এই চাকরিটি হতে পারে একটি সুবর্ন সুযোগ। নিচে এই চাকরির বিজ্ঞপ্তি যেমন কারা যোগ্য, আবেদন প্রসেস, আবেদন ফ্রিস, লাস্ট ডেট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

ফসল বীমা সহায়ক পদে আবেদনের জন্য প্রার্থীর প্রয়োজনী নথি:

ফসল বীমা সহায়ক পদে আবেদনকারীকে মাধ্যমিক পাস সহ ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া সে সমস্ত নথি লাগবে সেগুলি হল-

  • ১.বয়সের প্রমাণপত্র হিসেবে, হয় মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্মের সংশয় পত্র (Birth certificate)।
  • ২. আধার কার্ড ও ভোটার কার্ড দিতে হবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে।
  • ৩. শিক্ষাগত যোগ্যতা যাচায় করার জন্য প্রার্থীর মাধ্যমিকের মার্কশিট সহ সার্টিফিকেট দিতে হবে।
  • ৪. আবেদন করার জন্য পাসপোর্ট সাইজের একটি রঙিন ফটো ও কাগজে লেখা একটি সিগনেচার।

ফসল বীমা সহায়ক পদের জন্য প্রার্থীর আবেদন পদ্ধতি:

যে সমস্ত মহিলা এবং পুরুষ প্রার্থী এই পদটির জন্য আবেদন করতে চান তাদের জন্য বলে রাখি, এই আবেদন প্রসেসটি হবে সম্পূর্ণ অনলাইনে। প্রথমে পার্থীকে Fasal Bima Assistants এর অফিসিয়াল ওয়েবসাইট bharatinsurance.org তে যেতে হবে। রেজিস্ট্রেশন অপশন পাবেন প্রার্থীর ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

এর পর লগইন অপশনতে গিয়ে প্রার্থীর ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে আবার লগইন করতে হবে। প্রার্থীর ডিভাইসে একটি ফ্রম খুলে যাবে যেখানে প্রার্থীর প্রার্থীর নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা দিয়ে পূরণ করার পরে প্রার্থীর ফটো ও সিগনেচার সহ সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার নথি আপলোড করতে হবে।

🔥আরও পড়ুনঃ-

👉 Aadhar Card Photo Update: আধার কার্ডের ছবি পছন্দ নয়! কি করে চেঞ্জ করবেন?

ফসল বীমা সহায়ক পদের জন্য প্রার্থীর বয়স সীমা:

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 23.06.2023 অনুযায়ি ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, তবে প্রার্থী যদি এসি, এসটি, ওবিসি, ও pwd হন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থী বয়সের ছাড় পাবে।

ফসল বীমা সহায়ক পদের জন্য প্রার্থীর মাসিক বেতন ও এপ্লিকেশন ফ্রিস:

এই পদের জন্য ২১০০০ টাকা মার্সিক বেতন সহ সরকারি কর্মচারীদের যে সমস্ত সুযোগ সুবিধা আছে তা সবই পাওয়া যাবে। পার্থীকে আবেদন ফ্রিস বাবদ ২৫০ টাকা অনলাইনে প্রেমেন্ট করতে হবে।

ফসল বীমা সহায়ক পদে আবেদনের শেষ তারিখ:

এই আবেদন পর্বটি ১৫/০৭/২০২৩ তারিখ পর্যন্ত চলবে, তাই ইচ্ছিক প্রার্থীরা ওই নিদিষ্ট তারিখের মধ্যে তাদের ফসল বীমা সহায়ক পদের জন্য আবেদনটি শেষ করতে হবে।

ফসল বীমা সহায়ক পদে আবেদনের লিঙ্ক সহ অফিসিয়াল নোটিশ

আপনাদের সুবিধার্থে এই চাকরির বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশটি, অফিসিয়াল ওয়েবসাইট ও ফর্ম ফিলাপ লিঙ্কটি নিচে দেওয়া হল-

বিজ্ঞপ্তি- দেখুন
ওয়েবসাইট- দেখুন
ফর্ম ফিলাপ লিঙ্ক- দেখুন

Hey, My Name is Priyanka From Diamond Harbour, West Bengal & I Have Been Blogging Since 3 Years Ago. I Have 10+ Websites Which I Manage by Myself. I completed my graduation in philosophy.

Leave a Comment