ভারতকে চাঁদে পৌঁছাতে কেন 40 দিন লাগল? আমেরিকা, রাশিয়া, চীন -র মাত্র ৪ দিন লাগে।
ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযান, চন্দ্রযান-২ সফল না হওয়ায় ভারতের নাগরিক হিসাবে আমরা সবাই হতাশ হয়েছিলাম। গত ১৪ জুলাই, দুপুর ২টা বেজে ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের হরি কোটা থেকে ভারতের তৃতীয় চন্দ্র অভিযান, চন্দ্রযান-৩ -র সফল উৎক্ষেপণ হয়েছে। অনেকের মনে এই প্রশ্নটিই বারং বার আসছে, যেখানে আমেরিকা, রাশিয়া ও চীনের চাঁদে পৌঁছাতে মাত্র ৪ দিন লাগে, সেখানে …