National Education Policy: জাতীয় শিক্ষানীতি 2023, চালু হলো চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স! বাড়বে কি জটিলতা?
জাতীয় শিক্ষানীতি অবশেষে চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্য গুলিতে। এই বছর জুলাই মাস থেকে চালু হতে যাওয়া শিক্ষানীতির মাধ্যমে পরিবর্তন হতে চলেছে স্নাতক এবং স্নাতকোত্তরের পঠন-পাঠনের নিময়। তাই এই জাতীয় শিক্ষানীতির প্রয়োগে রাজ্যের কলেজ গুলির কর্মযজ্ঞ এখন তুঙ্গে। কলেজ গুলিতে এই নীতিকে বাস্তবায়িত করার জন্য, কলেজ গুলি পরিকাঠামোর উপর জোর দিচ্ছে। অন্য …